টাকা নিয়ে কনসার্ট না করার অভিযোগ, পাল্টা নোটিশ এ আর রাহমানের

গেলো সেপ্টেম্বরেই এ আর রাহমানের একটি কনসার্টে চরম অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে শিল্পী নিজেও দুঃখ প্রকাশ করেছেন। এবার আরও একটি বিতর্কে অস্কারজয়ী এই সংগীতজ্ঞের নাম। তার বিরুদ্ধে অগ্রিম টাকা নিয়েও কনসার্টে না আসার অভিযোগ তুলেছে চেন্নাইয়ের চিকিৎসকদের একটি সংগঠন।

তাদের দাবি, ২০১৮ সালে কনসার্টের জন্য এ আর রাহমানকে তারা অগ্রিম ২৯ লাখ রুপি দিয়েছিলেন। কিন্তু তিনি কনসার্ট করেননি। পরে সেই টাকাও নাকি ফেরত দেননি শিল্পী। এ নিয়ে কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে চর্চা হচ্ছে।

তবে অভিযোগের বিপরীতে পাল্টা আইনি নোটিশ পাঠালেন এ আর রাহমান। সেখানে ১০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। সেই সঙ্গে অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলেও দাবি করেছেন গায়ক।

এ আর রাহমানের পক্ষে নোটিশটি পাঠিয়েছেন অ্যাডভোকেট নর্মদা সম্পথ। নোটিশে বলা হয়েছে, রাহমান কোনও টাকা অগ্রিম নেননি। বরং তৃতীয় একটি পক্ষ ছিল, তার সঙ্গেই চিকিৎসকদের লেনদেন হয়েছিল। তিন দিনের মধ্যে তার বিরুদ্ধে আনা অভিযোগ তুলে নিতেও বলেছেন শিল্পী। শুধু তাই নয়, আগামী ১৫ দিনের মধ্যে সংগঠনটিকে ক্ষমা চাওয়ার জন্যও বলা হয়েছে নোটিশে।

এছাড়া এই অভিযোগের মাধ্যমে এ আর রাহমানের সুনামের যে ক্ষতি হয়েছে, সেটার জন্য ১০ কোটি রুপি দাবি করা হয়েছে। অন্যথায় তিনি কড়া আইনি ব্যবস্থা নেবেন বলেও সাফ জানিয়েছেন।

এ আর রাহমান‘জয় হো’ খ্যাত শিল্পী বলেছেন, ‘আমার সঙ্গে কোনও লেনদেন হয়নি, এটা জানা সত্ত্বেও তারা আমাকে এই বিতর্কে টেনে এনেছে। শুধু মিডিয়ার মনোযোগ পাওয়ার জন্যই তারা এমনটা করেছে।’

প্রসঙ্গত, গেলো ১০ সেপ্টেম্বর চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডের আদিত্যরাম প্যালেস সিটিতে আয়োজিত হয় এ আর রাহমানের কনসার্ট। সেখানে ধারণক্ষমতার বেশি টিকিট বিক্রি হয়। যার ফলে অনেকেই কনসার্ট উপভোগ করতে পারেননি। দেখা দেয় বিশৃঙ্খলা। এমনকি শ্লীলতাহানির অভিযোগও তুলেছেন কয়েকজন নারী শ্রোতা। ওই ঘটনায় ক্ষতিগ্রস্তদের টিকিটের টাকা ফেরত দেওয়ার কথা বলেছিলেন রাহমান।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া