অ্যানিমেশন সিরিজে বঙ্গবন্ধুর শৈশব-কৈশোরের গল্প

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মিত হয়েছে। ‘মুজিব’ নামের সেই ছবি বাংলাদেশ ও ভারতজুড়ে প্রদর্শিত হচ্ছে। এর মধ্যেই তাকে ঘিরে আরেকটি প্রজেক্ট আলোর মুখ দেখলো। যেটার নাম ‘খোকা’। এটি মূলত অ্যানিমেশন সিরিজ।

বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোরকে প্রাধান্য দিয়ে সিরিজটি বানানো হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে সিরিজটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। যেখানে উপস্থিত হয়ে সিরিজটি উপভোগ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সিরিজটি দেখা শেষে প্রতিমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশব, কৈশোর এবং ছাত্র জীবনে অসামান্য গুণাবলীর অধিকারী ছিলেন। বঙ্গবন্ধুর সহনশীলতা, মানবিকতা এবং পরোপকারিতা এই বিষয়গুলো আমাদের শিশু, কিশোর, তরুণ এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরতেই এই অ্যানিমেশন সিরিজ নির্মাণ করা হয়েছে।’

‘খোকা’ সিরিজটি নির্মিত হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অধীনে। ১০ পর্বের এই সিরিজের দৈর্ঘ্য ১ ঘণ্টা ৪০ মিনিট। তবে প্রিমিয়ারে এর ৫টি পর্ব দেখানো হয়েছে।

প্রিমিয়ারে জুনাইদ আহমেদ পলকপ্রতিমন্ত্রী পলক আরও বলেছেন, “আমরা আইসিটি বিভাগ থেকে বেশ কয়েকটা উদ্যোগ নিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে ‘খোকা’। বঙ্গবন্ধুকে তার বাবা-মা এবং আত্মীয়-স্বজন সবাই ছোটবেলায় আদর করে খোকা বলে ডাকতো। খোকা জন্মের পর একটা প্রত্যন্ত অঞ্চল টুঙ্গিপাড়া গ্রাম থেকে কিভাবে বড় হয়ে আস্তে আস্তে খোকা থেকে মুজিব, মুজিব থেকে মুজিব ভাই, মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতায় পরিণত হলেন, সেটি আমরা এমন একটি মাধ্যমে তুলে ধরতে চেয়েছি। যে মাধ্যমটি আমাদের শিশু, কিশোর এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে জনপ্রিয়।”

অ্যানিমেশন সিরিজটি যৌথভাবে তৈরি করেছে মার্স সল্যুশন, টিম অ্যাসোসিয়েট, ম্যাজিক ইমেজ ও প্রোল্যান্সার স্টুডিও। শিগগিরই এটি বিভিন্ন টিভি চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হবে।