X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

এলো ‘পঞ্চায়েত’র নতুন সিজন, যা বলছেন সমালোচকরা

বিনোদন ডেস্ক
২৮ মে ২০২৪, ১৬:৪০আপডেট : ২৮ মে ২০২৪, ১৮:৪৬

ভারতের অন্যতম আকাঙ্ক্ষিত সিরিজে পরিণত হয়েছে ‘পঞ্চায়েত’। ২০২০ সালে মুক্তি পেয়েছিল সিরিজটির প্রথম সিজন। দর্শকের বিপুল সাড়ায় ২০২২ সালে আসে দ্বিতীয় সিজন। এরপর দর্শকের আগ্রহ-আকাঙ্ক্ষা আরও বেড়ে যায়। সেটার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার (২৮ মে) প্রথম প্রহরে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে সিরিজটির নতুন কিস্তি। বরাবরের মতো এটি নির্মাণ করেছেন দীপক কুমার মিশ্র।

মুক্তির পর থেকেই ‘পঞ্চায়েত’র নতুন সিজন নিয়ে অন্তর্জালে দর্শকের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তবে চলচ্চিত্র সমালোচকরা এটি দেখে কী বলছেন? সেসব প্রতিক্রিয়া জানা যাক…

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে রিভিউ লিখেছেন আলাকা সাহানি। তিনি সিরিজটির নতুন মৌসুমকে ৫-এর মধ্যে ৪ রেটিং দিয়েছেন। সেই সঙ্গে বলেছেন, ‘জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তাদের সিরিজটি এর সরলতা ধরে রেখেছে, সেই সঙ্গে আরও বেশি আগ্রহী করে তুলেছে। আগের দুই সিজনের আবহ রেখেই পুনরায় ছক্কা হাঁকিয়েছেন নির্মাতা। গ্রাম অঞ্চলের জীবন ও চিন্তাধারা চমৎকারভাবে তুলে এনেছেন সিরিজের লেখক।’

নতুন সিজনের একটি দৃশ্য এবিপি নিউজ থেকে সিরিজটির রিভিউ লিখেছেন শ্রুতি কাপুর। তিনি এটিকে ৫-এর মধ্যে সাড়ে ৩ রেটিং দিয়েছেন। তার মতে, “তৃতীয় সিজন হয়ত ‘পঞ্চায়েত’ আগের সিজনগুলোকে টপকাতে পারেনি, তবে ফুলেরা গ্রামের প্রতি আগ্রহটা ধরে রেখেছে। এই সিরিজের মূল শক্তি এর সহজ-সরলতা, গ্রামীণ জীবনের নিরেট উপস্থাপন। নির্মাতা ও লেখক সেই স্বাদটুকু বজায় রেখেছেন। যা দর্শকের মনকে বরাবরের মতো ছুঁয়ে যাবে।”

হিন্দুস্তান টাইমসের রিভিউতে সুগন্ধা রাওয়াল বললেন, ‘জিতেন্দ্র কুমারের এই শো আবেগ-অনুভূতিতে আরও উচ্চতায় উঠলো, সেই সঙ্গে সহযোগী চরিত্রগুলোর অভিনয়ে চমকে দিয়েছে। এই সিজনে গ্রাম পর্যায়ের রাজনীতির চিত্র উঠে এসেছে, ভালোবাসা ও কিছু হাস্যরসের সঙ্গে।’   

এদিকে টুইটারে দর্শকের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেছে টাইমস অব ইন্ডিয়া। তাদের প্রতিবেদন অনুসারে, সিরিজটি ঘিরে দর্শকের যে বিপুল আগ্রহ ছিল, তা নতুন সিজন যথাযথভাবে পূর্ণ করেছে।

মুখ্য চরিত্রের পাঁচ অভিনয়শিল্পী উল্লেখ্য, ফুলেরা নামের এক ছোট্ট গ্রামকে ঘিরে ‘পঞ্চায়েত’র গল্প। এটি রচনা করেছেন চন্দন কুমার। অভিনয়ে আছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, চন্দন রায়, ফয়সাল মালিক, সানভিকা, দুর্গেশ কুমার প্রমুখ।

২০২০ সালে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে সিরিজটির প্রথম সিজন সেরা কমেডি সিরিজসহ চারটি বিভাগে পুরস্কার পেয়েছিল। এরপর এর দ্বিতীয় সিজন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (২০২৩) সেরা ওয়েব সিরিজের পুরস্কার পায়।  

/কেআই/
সম্পর্কিত
পরীর ‘রঙিলা কিতাব’ কবে আসছে জানা গেলো
পরীর ‘রঙিলা কিতাব’ কবে আসছে জানা গেলো
৩৫ কেজি ওজন বাড়িয়ে আলোচনায় নাঈম
৩৫ কেজি ওজন বাড়িয়ে আলোচনায় নাঈম
ঢাকার সিরিজের নাম এলো তুরস্ক থেকে!
ঢাকার সিরিজের নাম এলো তুরস্ক থেকে!
চেনা ঢঙে ‘হীরামান্ডি’র প্রথম ঝলক (ভিডিও)
চেনা ঢঙে ‘হীরামান্ডি’র প্রথম ঝলক (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ