ইমরানের সুরে-সঙ্গে প্রথম হাবিব

হাবিবকে বরাবরই প্রকাশ্যে গুরু জ্ঞান করে আসছেন ইমরান। মানেন এখনও। অবশ্য দুজনেই সুর-সংগীত-কণ্ঠের কারিগর হওয়ায় গানের মেলবন্ধন খুব একটা ঘটেনি তাদের। দুজনার দীর্ঘ ও সফল সংগীত পথচলায় হাবিবের সুরে একটি গান ও পাঁচটি জিঙ্গেলে কণ্ঠ দেওয়ার সুযোগ পেয়েছেন ইমরান।

বিপরীতে এতদিন গুরু হাবিবের প্রতি দায়গ্রস্তই ছিলেন ইমরান। ঋণ শোধের পালা এলো বলে। এবারই প্রথম শিষ্য ইমরান মাহমুদুলের সুর-সংগীতে গাইলেন গুরু হাবিব ওয়াহিদ। গানটির শিরোনাম ‘বোকামন’। লিখেছেন ভারতের রজত ঘোষ।

ইমরান জানান, এরইমধ্যে গানের রেকর্ডিং শেষ। সৈকত রেজার নির্মাণে দুজনের ভিডিও শুটিংও শেষ। বাকি রয়েছে মডেল পার্ট। লক্ষ্য, নতুন বছরের শুরুতে রঙ্গন মিউজিকের ব্যানারে শ্রোতাদের বিশেষ উপহার হিসেবে গানচিত্রটি প্রকাশ করা।  

ভিডিও শুটিংয়ে হাবিব ওয়াহিদইমরান ফিচারিং হাবিব ‘বোকামন’ প্রজেক্ট প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘মুজার তৈরি ‘বেনি খুলে’ গানটি দিয়ে আমি অন্যদের সঙ্গে আমার কণ্ঠ শেয়ারের কাজটি শুরু করি। এর আগে আমি যা গেয়েছি সবই নিজের কম্পোজিশনে। তো মুজার গানটি করার পর আমার দারুণ অভিজ্ঞতা হলো। মনে হলো বিষয়টি মজার, বিশেষ করে যখন অন্যরা আমার কণ্ঠ ভেবে কম্পোজিশন সাজায়। তেমনই আরেকটি প্রজেক্ট হলো ইমরানের ‘বোকামন’। ও যখন আমাকে এই প্রস্তাবটি দিলো, আমি পজিটিভলি দেখলাম। ওর কম্পোজিশনটা শুনতে চাইলাম। শুনে মনে হলো আমার কণ্ঠের সঙ্গে এটি ভালোই যাবে এবং গানটি বেশ মিষ্টি মনে হলো। গাইলাম। ইমরানের প্রতি আমার আস্থা আছে। আমার বিশ্বাস শ্রোতারা ভালো কিছু পাবেন।’’

ভিডিও শুটিংয়ে ইমরান মাহমুদুলঅন্যদিকে ইমরানেরও প্রায় একই বক্তব্য। তার ভাষায়, ‘হাবিব ভাই আমার কম্পোজিশনে গাইবেন, এটা তো আমার কাছে স্বপ্নের মতোই। আজ আমি যত বড় হই না কেন, ওনার কাছে তো ছোট্ট শিশু। ফলে সেই অনুভূতি বা সম্মান নিয়েই কাজটি করার চেষ্টা করছি। অডিও আর ভিডিও মিলিয়ে আশা করছি শ্রোতারা ভালো কিছু পাবেন।’

বলা দরকার, ভিডিওতে সাদা পোশাকের চমক নিয়ে গুরু-শিষ্য দুজনে পর্দায় হাজির হলেও ‘বোকামন’ গানটি একাই কণ্ঠে তুলেছেন হাবিব।ভিডিও শুটিংয়ে ইমরান মাহমুদুল ও হাবিব ওয়াহিদ