নির্বাচনি মাঠে থেকেও অপুর লক্ষ্য সংরক্ষিত আসন!

বিনোদন বাজারের অন্তত তিনজন তারকা এবার প্রথম নির্বাচন করছেন। ফেরদৌস, ডলি সায়ন্তনী ও মাহিয়া মাহি। তারা প্রত্যেকে প্রচারণার প্রথম দিন থেকে শেষ পর্যন্ত নিজ নিজ নির্বাচনি আসনের হাটে, মাঠে, ঘাটে- প্রায় জীবন দিয়ে ফেলেছেন ভোটারদের মন জয় করতে। যার শেষটা হলো অদ্য সকালে (৫ জানুয়ারি)। অপেক্ষা এবার ভোটের দিন ও ফলাফলের।

তবে তার আগেই বিনোদন বাজারের আরেক আলোচিত মুখ অপু বিশ্বাস জানালেন তার সংসদীয় টার্গেটের কথা। না, তিনি ফেরদৌসদের মতো এতটা হাটে, মাঠে, ঘাটে ছুটে সংসদে বসতে চাইছেন না। বরং তার লক্ষ্য সংরক্ষিত মহিলা আসন। যেটিতে বসতে ভোটের বেগ পেতে হয় না, দরকার শুধু দল প্রধানের সম্মতি।

অপু বলেন, ‘আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত মহিলা আসন থেকে মনোনয়নপত্র নিয়েছিলাম। পাইনি তখন। এবারও মনোনয়ন নিতে চাই।’

নায়িকা এটুকুও জানান দেন, ‘সবাই জানেন, আমি মনে-প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই।’

সহকর্মী ফেরদৌসের প্রচারণায় অংশ নিয়ে এমন তথ্যই জানালেন অপু বিশ্বাস।

সংসদের সংরক্ষিত আসনে বসে অপু কী করতে চান, জানালেন সেটাও। বলেন, ‘নারীদের নিয়ে কাজ করতে চাই। আমার বিশ্বাস, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে।’ 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ফেরদৌস আহমেদ। তার প্রচারণায় প্রায়শই দেখা গেছে অপু বিশ্বাসকে।