‘শিরোনামহীন’র হিমাচল মিশনে শুভ

পথচলার দীর্ঘ সময় পেরিয়ে এখনও নতুন গান প্রকাশের ধারা অব্যাহত রেখেছে ব্যান্ড শিরোনামহীন। এখন চলছে তাদের অষ্টম অ্যালবাম প্রকাশনা। ক'দিন আগেই উন্মুক্ত করা হয়েছে  ‘বাতিঘর’ শীর্ষক অ্যালবামটির টাইটেল গান। যেটা ধারণ করা হয়েছে থাইল্যান্ডে।

সেই গান ইতোপূর্বে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। যার রেশ কাটতে না কাটতেই ব্যান্ডটি নতুন গানের চিত্রায়নে নেমেছে। এবারের মিশন অপূর্ব পাহাড়ি অঞ্চল হিমাচল। আর এই মিশনে তাদের সঙ্গে যোগ দিয়েছেন তরুণ অভিনেতা সিফাত আমিন শুভ। দুটি গানের চিত্রে অভিনয় করেছেন তিনি। 

গানগুলোর শিরোনাম ‘জানে না কেউ’ ও ‘প্রিয়তমা’। এরই মধ্যে এগুলোর শুটিং শেষ হয়েছে। তুষারাবৃত হিমাচলে টানা ১২ দিনের চিত্রায়ন সেরেছেন তারা। 

উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেতা সিফাত আমিন শুভ বলেন, ‘ছোটবেলা থেকেই শিরোনামহীনের ভক্ত আমি। বিশেষ করে জিয়াউর রহমান ভাই, তার গান শুনেই বড় হয়েছি। দেশের জনপ্রিয় এই ব্যান্ডের দুইটি গানের মডেল হতে পারা, আমার জন্য দারুণ প্রাপ্তি ও আনন্দের।’

হিমাচলে শুভহিমাচল অভিজ্ঞতা জানালেন এভাবে, ‘সেখানে প্রচণ্ড ঠাণ্ডার মাঝেও আমাদের টিম ১২ দিন শুটিং করেছে। এটা বেশ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু জিয়া ভাই সবসময় সাপোর্ট করেছেন, আমাদের কাজগুলো সহজ করে দিয়েছেন। অসাধারণ কিছু লোকেশনে এই গানের দৃশ্যধারণ করা হয়েছে। আশা করছি, শিরোনামহীনের ভক্তরা দারুণ কিছু পেতে চলেছেন।’

শিরোনামহীন কর্তা জিয়াউর রহমান জিয়া জানালেন,  ‘বাতিঘর’ অ্যালবামে মোট দশটি গান থাকছে। নতুন গান দুটি ধারাবাহিকভাবে ঈদুল ফিতরের পর প্রকাশ করা হবে।শুটিংয়ে শিরোনামহীন