X
বুধবার, ১৯ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১

শিরোনামহীন: এক মলাটে ২৯ বছর!

বিনোদন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৭

বাংলাদেশ ব্যান্ড ইতিহাসের সর্বশেষ সর্বোচ্চ সফল নাম ‘শিরোনামহীন’। প্রতিষ্ঠার ২৯ বছর অতিক্রম করছে দলটি। গান প্রকাশে দলটি যেমন ধারাবাহিক, তেমনি মিলেছে আকাশছুঁই সফলতাও। তারই আরেক রূপ মিলেছে এবারের অমর একুশে বই মেলায়।

২৯ বছরে প্রকাশিত ব্যান্ডের প্রতিটি গানের কবিতা তুলে আনা হয়েছে এক মলাটে। এরমধ্যে রয়েছে ৮টি একক অ্যালবাম আর সবগুলো মিশ্র অ্যালবামে স্থান পাওয়া মোট ৬৩টি গীতিকবিতা। এরমধ্যে রয়েছে ৮ম অ্যালবাম ‘বাতিঘর’-এর অপ্রকাশিত ৩টি গানও। বিশেষ এই বইটি প্রকাশ করেছে গতিধারা। বই মেলায় প্রকাশনীটির প্যাভিলিয়ন নম্বর ১৭।

‘শিরোনামহীন’ প্রধান জিয়াউর রহমান জানান, এর আগে ব্যান্ডটির জন্য শুধু তার লেখা ৩০টি গানের সংকলন বেরিয়েছিলো বই আকারে। তবে এবারের সংকলনে থাকছে ব্যান্ডটির জন্য লেখা সকল গীতিকবির গান। জিয়উর রহমান জিয়াউর রহমান বলেন, ‘‘শিরোনামহীন’-এর সকল গানের লিরিক একসাথে! আপনারা বিগত ২৯ বছরের ‘শিরোনামহীন’ থেকে রিলিজ করা গান শুনছেন। অনেকে অ্যালবাম কালেক্ট করেছেন, অনেকে ডিজিটালি শুনছেন। গানের কথার সাথে নিজেদের আবেগ এবং জীবনের স্মরণীয় মুহূর্ত জড়িয়ে গিয়েছে অনেক ক্ষেত্রে। সেই গানগুলো এবার সব এক মলাটে। পাতা কিংবা মানের বিচারে বইটির দাম অনেক হতে পারতো। কিন্তু শ্রোতা-পাঠকদের কথা ভেবে আমরা সেই দামটিও নামিয়ে আনার প্রাণান্ত চেষ্টা করেছি। যার ফলে মাত্র ১০০ টাকার বিনিময়ে এটি সংগ্রহ করতে পারবেন। এটা আমাদের জন্য স্বস্তির বিষয়।’’

এদিকে এক মলাটে ২৯ বছরের গান তুলেই থেমে নেই ‘শিরোনামহীন’। ভালোবাসা দিবস উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি ব্যান্ডটি প্রকাশ করেছে ‘প্রিয়তমা’ শিরোনামের নতুন গানচিত্র। গানটির কথা লিখেছেন জিয়াউর রহমান, সুর ও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন। ভিডিওতে অভিনয় করেছেন মডেল সিফাত আমিন শুভ, জান্নাতুল ফেরদৌস এবং শিশুশিল্পী মান বাহাদুর। ভারতের বিভিন্ন লোকেশনে গানটির চিত্রায়ণ করা হয়েছে।

/এমএম/
সম্পর্কিত
হিমুর আছে ময়ূরাক্ষী নদী, শিরোনামহীন গড়েছে ‘নিঃশব্দপুর’
হিমুর আছে ময়ূরাক্ষী নদী, শিরোনামহীন গড়েছে ‘নিঃশব্দপুর’
শিরোনামহীনের ‘জন্মদিন’ ভাবনা
শিরোনামহীনের ‘জন্মদিন’ ভাবনা
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
‘শিরোনামহীন’র হিমাচল মিশনে শুভ
‘শিরোনামহীন’র হিমাচল মিশনে শুভ
বিনোদন বিভাগের সর্বশেষ
পেয়ারা বিক্রেতা নারী থেকে অনুপ্রাণিত!
পেয়ারা বিক্রেতা নারী থেকে অনুপ্রাণিত!
অ্যালেন স্বপনের ‘বয়াম পাখি’ জেফার?
অ্যালেন স্বপনের ‘বয়াম পাখি’ জেফার?
খালিদ স্মরণে মুগ্ধতা ছড়ালেন টিনা রাসেল
খালিদ স্মরণে মুগ্ধতা ছড়ালেন টিনা রাসেল
আবার একসঙ্গে...
আবার একসঙ্গে...
তিন দম্পতিকে নিয়ে মিউজিক্যাল ড্রামা
তিন দম্পতিকে নিয়ে মিউজিক্যাল ড্রামা