পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। তবে জনপ্রিয়তার সিংহভাগ পেয়েছেন বলিউডে গান করে। হিন্দি সিনেমায় তার কণ্ঠে বেশ কিছু গান দেশ-জাতির সীমানা অতিক্রম করেছে। বাংলাদেশেও রয়েছে এই গায়কের বিপুল পরিচিতি। তাই যখনই খবর ছড়ায় যে, আতিফ আসছেন ঢাকায়, দর্শক-শ্রোতার মাঝে তৈরি হয় অসামান্য উন্মাদনা।
যার স্পষ্ট ছাপ পাওয়া গেলো ১৮ ও ১৯ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে, ‘‘লেট’স ভাইব আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’’-এ। সুরের মূর্ছনায় উল্লাস করতে যেখানে হাজির হয়েছিল হাজার হাজার দর্শক। আয়োজক ব্লুজ প্রোডাকশনের তথ্য মতে, প্রথম দিনে প্রায় ৪ হাজার এবং দ্বিতীয় দিনে ৮ হাজার দর্শকের সমাগম হয়েছিল।
দ্বিতীয় দিন ঘিরে ছিল দর্শক-শ্রোতাদের মূল আগ্রহ। কারণ এ দিন মঞ্চে উঠেছেন আতিফ আসলাম। ১২ বছর পর তিনি বাংলাদেশে গাইতে এসেছেন। তার প্রতিটি গানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে তরুণ-তরুণীরা। আনন্দঘন সেই রাতের বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায়ও প্রায় ভাইরাল।
বর্ণিল আয়োজনটি নিয়ে আয়োজকরা বলেন, ‘একটি নতুন ভেন্যুতে এই উৎসব হয়েছে এবং দর্শকের সাড়া আমাদের প্রত্যাশার চেয়েও বেশি। গান, নৃত্য, শিল্প প্রদর্শনী ও ঢাকার সাংস্কৃতিক প্রেক্ষাপট তুলে ধরা, প্রতিটি ইভেন্টে দর্শক-শ্রোতার দারুণ অংশগ্রহণ ছিল।’