পাশাপাশি ছবিগুলো রাখলে কিঞ্চিৎ দ্বিধায় পড়তে পারেন যে কেউ। ঠিক কাকে দেখা যাচ্ছে, মহানায়িকা সুচিত্রা সেন, নাকি তার নাতনি রাইমা সেন! ভক্তদের এমনই মধুর যন্ত্রণায় ফেলে দিলেন টলিউড অভিনেত্রী রাইমা। কারণ তিনি তার নানি অর্থাৎ সুচিত্রা সেনের অবিকল সাজ নিয়ে নতুন ফটোশুট করেছেন।
মূলত পূর্বসূরীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে এই ফটোশুটে অংশ নিয়েছেন রাইমা। বিষয়টি নিয়ে অভিনেত্রীর বক্তব্য এরকম, ‘এই ফটোশুটের মাধ্যমে আমি আম্মার (নানি) প্রতি শ্রদ্ধা জানিয়েছি। তিনি আমার কাছে স্টাইল, আভিজাত্যের সংজ্ঞা। তার নিজের পছন্দের কিছু চরিত্র ধারণ করার চেষ্টা করেছি আমি।’
রাইমা সেনকে সুচিত্রার মতো করে সাজিয়েছেন মেকআপ শিল্পী প্রসেনজিৎ বিশ্বাস। তিনি টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘সুচিত্রা সেনকে আমি অনেক শ্রদ্ধা করি। তার ছবি দেখেই বড় হয়েছি। বরাবরই আক্ষেপ ছিল, তাকে কখনও সাজানোর সুযোগ পাইনি। সম্প্রতি মাথায় এলো, তার নাতনির মাধ্যমে তাকে পুনরায় স্মরণ করি। এটা সুচিত্রা সেনের কালজয়ী কিছু চরিত্রকে রিক্রিয়েট করার বিনম্র প্রচেষ্টা বলা যায়।’
১৯৫৫ সালে মুক্তি পেয়েছিল বিমল রায় পরিচালিত সিনেমা ‘দেবদাস’। সেই ছবিতে পারুর ভূমিকায় অভিনয় করেছিলেন সুচিত্রা সেন। ওই ছবির বিয়ের সাজটি নিজের মধ্যে ধারণ করেছেন রাইমা। তাকে এমন রূপে দেখে ভক্তরাও বেশ উচ্ছ্বসিত। প্রশংসা করছেন সিনেমা অঙ্গনের মানুষেরাও।