ক’দিন আগে খবর ছড়ালো, ভারতের চলমান লোকসভা নির্বাচনের পরই বিয়েটা সেরে নেবেন টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জি ও অভিনেতা বনি সেনগুপ্ত। সেই মোতাবেক দুই পরিবার নাকি প্রস্তুতিও শুরু করে দিয়েছে। কিন্তু বনি জানালেন, এই খবর একেবারে ভিত্তিহীন।
হিন্দুস্তান টাইমসের কাছে বনি বলেন, ‘খবরটা মিথ্যা। আমি জানি না ওই সংবাদমাধ্যমকে কে বলেছে লোকসভা ভোট শেষ হলেই আমরা বিয়ে করছি। আমার কোনও ধারণা নেই। আমাদের দুজনের কেউ কিন্তু বলিনি।’
বনি-কৌশানির প্রেম দীর্ঘ দিনের। একসঙ্গে হরহামেশাই অবকাশ যাপনে যান তারা। রাখঢাক না করেই সম্পর্ক চালিয়ে নিচ্ছেন তারা। তাহলে বিয়েটা ঠিক কবে? এ প্রশ্নের জবাবে বনি বললেন, ‘২০২৪- এ বিয়ের কোনও প্ল্যানই নেই। তবে আমরা আগামী বছর বিয়েটা করে নেবো আশা করছি। দুজনের বাড়ি থেকেই বিয়ের সিদ্ধান্তটা আমাদের ওপরই ছেড়ে দিয়েছে।’
উল্লেখ্য, ২০১৪ সালে ‘বরবাদ’ ছবির মাধ্যমে অভিষেক হয় বনির। এক বছর পর ‘পারবো না আমি ছাড়তে তোকে’ দিয়ে বনির নায়িকা হিসেবেই আত্মপ্রকাশ করেন কৌশানি। এরপর তারা একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। তখন থেকেই তাদের প্রেমের সম্পর্ক বজায় রয়েছে।