হঠাৎ হাসপাতালে ভর্তি টলি নায়িকা ঋতাভরী! তড়িঘড়ি হলো অস্ত্রোপচার। ঘটনা শনিবার (৬ জুলাই) সকালের।
জানা গেছে, নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন ‘ফাটাফাটি’ অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে শুটিংয়ের সময়ও বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন, সেই নিয়েই কাজ চালিয়ে গিয়েছেন। অবশেষে বমি, মাথা ঘোরার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে যান নায়িকা, পরে জানা যায় গল-ব্লাডারে পাথর রয়েছে তার।
ঋতাভরীর কাছের মানুষ আরও জানান, ‘এই অপারেশনটার দরকার ছিল, মেয়েটা খুব কষ্ট পাচ্ছিল।’
অপারেশনের পর ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। রবিবার নাগাদ চূড়ান্ত হবে কবে ছাড়া পাবেন তিনি।
এর আগে ২০২১ সালেও একবার হাসপাতালে ভর্তি হন ঋতাভরী। ওই সময় ফিসচুলার অপারেশন হয়েছিল নায়িকার।