X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়

মাহমুদ মানজুর
মাহমুদ মানজুর
০৮ মে ২০২৫, ২২:১৩আপডেট : ০৮ মে ২০২৫, ২২:১৫

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের কান ক্ল্যাসিকস বিভাগে দেখানো হবে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’। এমনটাই জানিয়েছে কান কর্তৃপক্ষ।

প্রদর্শনীতে অংশ নেবেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর, প্রযোজক পূর্ণিমা দত্ত, দ্য ফিল্ম ফাউন্ডেশনের বোর্ড সদস্য আমেরিকান চলচ্চিত্র পরিচালক ওয়েস অ্যান্ডারসন, নির্বাহী পরিচালক মার্গারেট বড ও ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের পরিচালক শিবেন্দ্র সিং দুঙ্গারপুর।

‘অরণ্যের দিনরাত্রি’ ছাড়াও এবারের কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের ‘দ্য গোল্ড রাশ’ মুক্তির শতবর্ষ পূর্তি উদযাপন করা হবে। এটাই এই বিভাগের উদ্বোধনী চলচ্চিত্র। স্ট্যানলি কুবরিকের ‘ব্যারি লিন্ডন’ (১৯৭৫) প্রদর্শনের মধ্য দিয়ে এই বিভাগের সমাপনী হবে। ছবিটি মুক্তির ৫০ বছর পূর্তি উদযাপন করা হবে উৎসবে।

‘অরণ্যের দিনরাত্রি’ ছবিটিই ভারতের একমাত্র প্রতিনিধি নয়, উৎসবের আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত হয়েছে নীরাজ গাইওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’। এতে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, ঈশান খাট্টার ও বিশাল জেটোয়া।

ফ্রান্সের ভূমধ্যসাগর পাড়ে ‘পালে দে ফেস্টিভ্যাল’ ভবনের ‘গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের’-এ উৎসবের পর্দা উঠবে ১৩ মে। মর্যাদাপূর্ণ এই মহাআয়োজন চলবে ২৪ মে পর্যন্ত।

বলা দরকার, ‘অরণ্যের দিনরাত্রি’ মুক্তি পায় ১৯৭০ সালের ১৬ জানুয়ারি। এবার এর ৫৫ বছর পূর্তি হয়েছে। এতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, সিমি গারেওয়াল, রবি ঘোষ, কাবেরি বসু, সমিত ভাঞ্জা, শুভেন্দু চট্টোপাধ্যায় ও পাহাড়ি সান্যাল।

সিনেমাটির মূল ক্যামেরা ও সাউন্ড নেগেটিভ সংরক্ষণ করেছেন পূর্ণিমা দত্ত। বিএফআই ন্যাশনাল আর্কাইভে সংরক্ষিত ম্যাগনেটিক ট্র্যাক ব্যবহার করে ছবিটির ফোরকে সংস্করণ পুনরুদ্ধার করেছে দ্য ফিল্ম ফাউন্ডেশন। তাদের সহযোগিতা করেছে ভারতের ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন, জেনাস ফিল্মস ও যুক্তরাষ্ট্রের ক্রাইটেরিয়ন কালেকশন। এক্ষেত্রে তহবিল সরবরাহ করেছে গোল্ডেন গ্লোব ফাউন্ডেশন।

সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ উপন্যাস অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন সত্যজিৎ রায়। এর গল্প কলকাতার চার বন্ধু অসিম, সঞ্জয়, হরি ও শেখরকে ঘিরে আবর্তিত। সমাজের বিভিন্ন স্তর থেকে আসা এই চার তরুণের সবাই শিক্ষিত। নগর জীবনের একঘেয়েমি কাটাতে চার বন্ধু গাড়িতে চড়ে অরণ্যে ঘুরতে বের হয়। তারা বিহার রাজ্যের একটি ছোট্ট গ্রামে পৌঁছায়। রাতযাপনের আগাম কোনও বন্দোবস্ত না থাকায় একটি রেস্টহাউসের কেয়ারটেকারকে ঘুষ দিয়ে রুম বুকিং দেয় চার বন্ধু। শহর থেকে আসার কারণে গ্রামে তাদের মধ্যে এক ধরনের দম্ভ কাজ করে। এ কারণে আদিবাসী সাঁওতালদের প্রথমে মূল্যায়ন করে না তারা। কিন্তু ধীরে ধীরে তারা নিজেদের আবিষ্কার করতে থাকে।

২০তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণভালুক পুরস্কারের জন্য মনোনীত হয় ‘অরণ্যের দিনরাত্রি’। এর দৈর্ঘ্য ১ ঘণ্টা ৫৫ মিনিট। ছবিটির আবহ সংগীত করেছেন সত্যজিৎ রায় নিজেই।

/এমএম/
সম্পর্কিত
প্রতিযোগিতার আসন থেকে বিচারকের চেয়ারে!
কান উৎসব ২০২৫প্রতিযোগিতার আসন থেকে বিচারকের চেয়ারে!
কানের ইতিহাসে প্রথমবার জোড়া পোস্টার
কানের ইতিহাসে প্রথমবার জোড়া পোস্টার
কানে জাহ্নবী-ঈশানের ছবি, চমক আছে আরও!
কানে জাহ্নবী-ঈশানের ছবি, চমক আছে আরও!
এবারের কান উৎসবে স্থান পেল যে ছবিগুলো
এবারের কান উৎসবে স্থান পেল যে ছবিগুলো
বিনোদন বিভাগের সর্বশেষ
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য
সব যুদ্ধ স্পন্সর করা: নচিকেতা
সব যুদ্ধ স্পন্সর করা: নচিকেতা