বানভাসি মানুষদের পাশে দাঁড়াতে চেষ্টার অন্ত নেই অন্যদের মাঝে। যার যা কিছু আছে, সেটি নিয়ে সাহায্যের হাত বাড়াচ্ছেন। এরমধ্যে উত্তর আমেরিকায় অবস্থিত বাংলাদেশী আর্টিস্ট ফোরাম ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে। আয়োজন করেছে ফেসবুক লাইভ কনসার্ট!
এতে অন্তর্জালে অংশ নেওয়ার কথা রয়েছে ওয়ারফেজ, শূন্য, বাবনা করিম, চন্দন (উইনিং), আনিলা, তুষার (ইন ঢাকা)সহ আরও অনেক ব্যান্ড ও কণ্ঠশিল্পী। এতে যুক্ত হয়ে শিল্পীরা তাদের সংগীত ও কণ্ঠ দিয়ে দর্শকদের মুগ্ধ করবেন এবং একই সঙ্গে সকলকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানাবেন।
এই অনলাইন কনসার্টের সঞ্চালনায় থাকবেন নিউজার্সি থেকে রাজীব রাসেল, টরন্টো থেকে রাজীব চৌধুরী এবং পর্তুগাল থেকে শারমিন লাকি।
লাইভ কনসার্টটি আজ (২৫ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টায় এবং যুক্তরাষ্ট্রের ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম দুপুর ১২টায় সরাসরি সম্প্রচার হবে ফেসবুকে। দর্শকরা সরাসরি কনসার্টটি শূন্য, ওয়ারফেজ ও রাজীব রাসেলের ফেসবুক পেজ থেকেও উপভোগ করতে পারবেন।
এই কনসার্টটি বাংলাদেশী আর্টিস্ট ফোরাম ইন নর্থ আমেরিকার আয়োজনে সমর্থন দিচ্ছে অঙ্কুর ইন্টারন্যাশনাল। আয়োজকরা মনে করেন, এটি কেবলমাত্র একটি কনসার্ট নয়; মানবিক সহায়তার প্রতি আন্তরিক আহ্বানও।