X
রবিবার, ২৩ মার্চ ২০২৫
৯ চৈত্র ১৪৩১

দেশজুড়ে ঐতিহ্যবাহী খাবারের খোঁজে হিল্লোল

বিনোদন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৫, ১৪:৫৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৩:৫২

অভিনেতা হিল্লোল লম্বা সময় ধরে দেশ ও বিদেশে ঘুরে ঘুরে নিজের একটি পরিচিতি গড়ে তুলেছেন। এভাবেও বলা যায়, দেশের এখন শীর্ষ ফুড ভ্লগার এই অভিনেতা।

তারই নতুন একটি প্রতিচ্ছবি নিয়ে হাজির হয়েছেন সম্প্রতি। এবার অভিনেতা তার ফুড ভ্লগিং অভিজ্ঞতাটি কাজে লাগাতে চলেছেন বাংলাদেশের নানান অঞ্চলে ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী খাবারের খবর তুলে আনার জন্য। সেই উদ্যোগের অসাধারণ নজির মিলেছে এর মধ্যে। প্রকাশ হয়েছে ‘বিফের স্বাদকাহন’ নামের একটি ভ্লগ। যা প্রকাশ হয়েছে ভিম বাংলাদেশ-এর ইউটিউব, ফেসবুক ও টিকটক চ্যানেলে।

বগুড়ুার বাবুর্চির সঙ্গে হিল্লোল ‘ভিম লিক্যুইড এক নিমিষেই দেশি স্বাদ’ নামের এই ফুড ভ্লগিং সিরিজের মাধ্যমে আদনান ফারুক হিল্লোল তুলে ধরতে চান দেশের প্রতিটি অঞ্চলের ঐতিহ্যবাহী সব খাবার ও সেটি তৈরির প্রক্রিয়া।

হিল্লোল বলেন, ‘প্রথম পর্বে আমরা একসঙ্গে তিনটি অঞ্চলের তিনটি খাবারের খবর তুলে ধরার চেষ্টা করেছি। এর মধ্যে চট্টগ্রামের মেজ্জান, সিলেটের সাতকরা আর বগুড়ার আলুঘাটি। তিনটিই মূলত গরুর মাংসে তৈরি। আমি মনে করি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই গরুর মাংসের আইটেম। সেই ভাবনা থেকেই প্রথম পর্বে এই তিনটি অঞ্চলে আমি নিজে গিয়ে পুরো প্রক্রিয়াটি তুলে ধরার চেষ্টা করেছি। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে পুরো বাংলাদেশের খাবারের ঐতিহ্যটা তুলে ধরতে পারবো।’

অনুষ্ঠানটির প্রমো:

হিল্লোল জানান, যেকোনও দর্শক তার অঞ্চলের এমন কোনও খাবারের খোঁজ পেলে যেন তাকে জানানো হয় ভিডিওর কমেন্ট সেকশনে। 

এই ফুড ভ্লগিং শোয়ের উল্লেখযোগ্য বিষয় হলো, খাবার রান্নার বিস্তারিত প্রক্রিয়া সচিত্র প্রতিবেদনের পাশাপাশি কথায় কথায় হিল্লোল জানানোর চেষ্টা করেন সেই খাবারটির ইতিহাস ও ঐতিহ্যের গল্প।

জানা গেছে, ‘ভিম লিক্যুইড এক নিমিষেই দেশি স্বাদ’-এর দ্বিতীয় পর্ব আসছে শিগগির। যেখানে হিল্লোল হাজির হবেন দেশের অন্য অঞ্চলের অন্য কোনও খাবারের খোঁজ নিয়ে।

প্রথম পর্ব:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
রাফি ও রাফার ইপি অ্যালবাম ‘মিক্সটেপ’
রাফি ও রাফার ইপি অ্যালবাম ‘মিক্সটেপ’
ঢাকার বায়ুদূষণ কমাতে আগামী বর্ষা থেকেই কার্যক্রম: পরিবেশ উপদেষ্টা
ঢাকার বায়ুদূষণ কমাতে আগামী বর্ষা থেকেই কার্যক্রম: পরিবেশ উপদেষ্টা
সোনায় সোহাগা আঁখি আলমগীর!
সোনায় সোহাগা আঁখি আলমগীর!
সিনেমার আদলে গানচিত্র
সিনেমার আদলে গানচিত্র
বিনোদন বিভাগের সর্বশেষ
বুবলীর নায়ক তৌসিফ মাহবুব!
বুবলীর নায়ক তৌসিফ মাহবুব!
ঈদে এক চ্যানেলেই ২৭ নাটক ও ৭ সিনেমা
ঈদে এক চ্যানেলেই ২৭ নাটক ও ৭ সিনেমা
মুশফিক আর ফারহানের গল্পে ‘হউ-কাউ’
মুশফিক আর ফারহানের গল্পে ‘হউ-কাউ’
লোভে পাপ, পাপে ‘জিম্মি’; ট্রেলার জানিয়ে দিলো তাই…  
লোভে পাপ, পাপে ‘জিম্মি’; ট্রেলার জানিয়ে দিলো তাই…  
‘মুজিব’ সিনেমার জন্য অনুশোচনায় ভোগেন না ফারিয়া
‘মুজিব’ সিনেমার জন্য অনুশোচনায় ভোগেন না ফারিয়া