ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এনে মামলা হয়েছে কারিনা কাপুরের বিরুদ্ধে। অভিযোগের সূত্রপাত অভিনেত্রীর লেখা বই ‘প্রেগন্যান্সি বাইবেল’ থেকে। আইনজীবী ক্রিস্টোফার অ্যান্টনি মনে করেন, বইয়ের নামটির মাধ্যমে ধর্মীয় আবেগে আঘাত হেনেছেন অভিনেত্রী।
গত মে মাসে মধ্যপ্রদেশ হাইকোর্টে ক্রিস্টোফার অ্যান্টনি কারিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যার মাধ্যমে ‘প্রেগন্যান্সি বাইবেল’-এর ওপরেও নিষেধাজ্ঞা দাবি করেন তিনি। এই বইয়ের নাম খ্রিস্ট ধর্মের ভাবাবেগে আঘাত করছে বলে অভিযোগ তোলেন।
আইনজীবী তথা সমাজকর্মী ক্রিস্টোফার অ্যান্টনির দাবি, ‘খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য বাইবেল সবচেয়ে পবিত্র বই। কারিনার অন্তঃসত্ত্বা অবস্থার সঙ্গে এর তুলনা টানা মোটেই ঠিক হয়নি।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া