জিয়াউল ফারুক অপূর্বকে এখন আর নাটকে সেভাবে দেখা যায় না। মাঝে মাঝে এক দুটি নাটকে হাজির হন। এর মধ্যে ওটিটির কাজে নিজেকে ব্যস্ত করেছিলেন এবং সর্বশেষ ‘গোলাম মামুন’ দিয়ে এই মাধ্যমেও নিজের শক্ত অবস্থানের জানান দিয়েছিলেন এই তারকা।
অবশেষে কয়েক মাসের বিরতি কাটিয়ে নাটকের শুটিংয়ে ফিরলেন ছোট পর্দার এই বড় তারকা।
১৪ সেপ্টেম্বর থেকে রাজধানীর উত্তরায় নতুন নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন অপূর্ব। নাটকের নাম ‘অ্যাবসেন্ট মাইন্ড’। রুবেল হাসান পরিচালিত এই নাটকটিতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন তানজিম সাইয়ারা তটিনী।
আকবর হায়দার মুন্না প্রযোজিত এ নাটকটি শিগগিরই ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।