X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

‘মেঘবালিকা’তেও মুগ্ধ দর্শক!

বিনোদন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৫, ১২:২১আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৪:২৩

গত ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত নাটক ছিলো ‘মন দুয়ারী’। দুই মাসের মাথায় গত ঈদে মুক্তি পেয়েছে একই টিমের নতুন নাটক ‘মেঘবালিকা’। জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় নাটকটিতে জুটি হিসেবে ফের মুগ্ধতা ছড়ালেন নাটকের নতুন জুটি অপূর্ব-নীহা। 

‘মেঘবালিকা’ প্রকাশ হয়েছে ধূপছায়া এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে। প্রকাশের পর থেকেই তুমুল প্রশংসা মিলছে দর্শকদের পক্ষ থেকে। মুক্তির ৩ দিনে এটি দেখেছে ৪০ লাখের বেশি দর্শক।

অনেকেই বলছেন, পর পর দুই নাটকে অপূর্ব-নীহা যেমন মুগ্ধতা ছড়ালেন, তাতে করে ইন্ডাস্ট্রিতে মজবুত এক রোমান্টিক জুটির আবির্ভাব ঘটেছে। যার সফল স্রষ্টা নাট্যকার ও নির্মাতা জাকারিয়া সৌখিন। 

‘মেঘবালিকা’ নাটকে আরও অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, সমু চৌধুরী, মিলি বাশার প্রমুখ। অপূর্ব, নীহা ও সৌখিন জাকারিয়া সৌখিন বলেন, ‘এবারের গল্পটি মূলত প্রেমের। কিছুটা অস্থির, কিছুটা ইমোশনাল আর কিছুটা যন্ত্রণার। আমাদের চারপাশে এমন সম্পর্ক অনেক আছে। তাই গল্পটির বাস্তবতার সঙ্গে অনেক মিল রয়েছে। অপূর্ব-নীহা দ্বিতীয়বার জুটি হয়ে ফিরেছেন। দর্শক সেটা পছন্দ করছেন। এটা আমার জন্য অনেক ভালোলাগার।’

অপূর্ব বলেন, ‘এটা ভালো গল্পের একটি নাটক। সৌখিন বরাবরের মতোই খুব যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। আর নীহা ভালো অভিনয় করেছেন। এখন তার যে টাইপের চরিত্রে অভিনয় করা দরকার, এ নাটকে ঠিক সেই টাইপের চরিত্র পেয়েছেন। সবমিলিয়ে দারুণ একটি নাটক। দর্শকদের সাড়া পেয়ে ভালো লাগছে।’

এদিকে নীহা বলেন, ‘আসলে আমি ক্যারিয়ারের শুরুর দিকে আছি। এ সময়ে অপূর্ব ভাইয়ের সঙ্গে পরপর দুটি নাটকে অভিনয় করতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। চারপাশ থেকে তুমুল প্রশংসা পাচ্ছি, আরাম পাচ্ছি।’ আরেক দৃশ্যে নীহা ও অপূর্ব ‘মেঘবালিকা’ নাটকের গল্পে দেখা যাচ্ছে পারিবারিক মূল্যবোধ এবং প্রেম বিষয়ক ঘটনা। দেখা যাবে আবিদ (অপূর্ব) নায়লার (নীহা) চেয়ে অনেক সিনিয়র। তবুও নায়লা আবিদের প্রেমে পড়ে যান। সম্পর্কে আবিদ নায়লার বড় ভাইয়ের বন্ধু।

মেঘবালিকা:

 

 

/এমএম/
সম্পর্কিত
ঈদেও থাকছে টিম ‘মন দুয়ারী’ চমক
ঈদেও থাকছে টিম ‘মন দুয়ারী’ চমক
৪ দিনেই ১০ মিলিয়ন!
৪ দিনেই ১০ মিলিয়ন!
যে নাটক দেখে দর্শক বলছে সিনেমা!
যে নাটক দেখে দর্শক বলছে সিনেমা!
প্রথমবার একসঙ্গে অপূর্ব-নিহা  
প্রথমবার একসঙ্গে অপূর্ব-নিহা  
বিনোদন বিভাগের সর্বশেষ
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!