বাপ্পা মজুমদার নিজে অসাধারণ গায়ক বটে। তবে বরাবরই তিনি অন্য কণ্ঠগুলোর কদরও করতে জানেন। বিশেষ করে নতুন প্রজন্মের শিল্পীদের আস্থার প্রতীক হয়ে আছেন তিনি।
সেই ধারাবাহিকতায় এবার একটি ক্লাসিক্যাল প্রজেক্ট নিয়ে ক্রমশ হাজির হচ্ছেন তিনি। নাম ‘অনুভব’। ট্যাগলাইন, গজল আঙ্গিকে বাংলা গান। যাতে তিনি অনবদ্য একটি মালা গাঁথতে চলেছেন। বাপ্পা জানান, এতে যেমন এ প্রজন্মের মেধাবী শিল্পী টিনা রাসেল গাইবেন তেমনি কিংবদন্তি রুনা লায়লাও গাইবার সম্মতি দিয়েছেন। মাঝে থাকবেন বিভিন্ন প্রজন্মের শিল্পীরা। সঙ্গে বাপ্পা নিজেও থাকছেন। যার মাধ্যমে তুলে ধরবেন গজল ঘরানার একঝাঁক মৌলিক বাংলা গান।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এই প্রজেক্টে এরমধ্যে যুক্ত হওয়া শিল্পী তানভীর আলম সজীব, টিনা রাসেল, ইউসুফ ও সোমনূর মনির কোনাল। অতিথি হিসেবে ছিলেন নির্মাতা ও সংগীতশিল্পী মাসুদ হাসান উজ্জ্বল, সাংবাদিক ও গীতিকবি জুলফিকার রাসেল, নির্মাতা সৈকত রেজা, গীতিকবি শাহান কবন্ধ, লেখক ও সাংবাদিক হক ফারুক আহমেদ, কণ্ঠশিল্পী এলিটা করিমসহ অনেকেই।
এরপর ‘অনুভব’ প্রজেক্টের দুটি গানের ভিডিও প্রদর্শিত হলো প্রজেক্টরে। দুটোই গেয়েছেন বাপ্পা মজুমদার। যে গান দুটির মাধ্যমে উপস্থিত শ্রোতামনে মিষ্টি একটা আবহ যেন ছড়িয়ে দিলেন বাপ্পা। এখানেই শেষ নয়, ভিডিওগানের পালা শেষে বাপ্পার নেতৃত্বে পরিবেশিত হলো সরাসরি গানও। গাইলেন বাপ্পা ছাড়াও তানভীর আলম সজীব, কোনাল ও টিনা রাসেল। তবে সবাই গাইলেন যার যার পছন্দের পুরনো গান।
বলা দরকার, ‘অনুভব’ প্রজেক্টের প্রকাশিত গান দুটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানগুলো ফেসবুক, ইউটিউব, স্পটিফাইসহ দেশি বিদেশি প্রায়সব ভিডিও ও অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ হয়েছে ৩ নভেম্বর রাতেই।