বাংলাদেশ ব্যান্ড ইতিহাসের সর্বশেষ সর্বোচ্চ সফল নাম ‘শিরোনামহীন’। প্রতিষ্ঠার ২৯ বছর অতিক্রম করছে দলটি। গান প্রকাশে দলটি যেমন ধারাবাহিক, তেমনি মিলেছে আকাশছুঁই সফলতাও। তারই আরেক রূপ মিলেছে এবারের অমর একুশে বই মেলায়।
২৯ বছরে প্রকাশিত ব্যান্ডের প্রতিটি গানের কবিতা তুলে আনা হয়েছে এক মলাটে। এরমধ্যে রয়েছে ৮টি একক অ্যালবাম আর সবগুলো মিশ্র অ্যালবামে স্থান পাওয়া মোট ৬৩টি গীতিকবিতা। এরমধ্যে রয়েছে ৮ম অ্যালবাম ‘বাতিঘর’-এর অপ্রকাশিত ৩টি গানও। বিশেষ এই বইটি প্রকাশ করেছে গতিধারা। বই মেলায় প্রকাশনীটির প্যাভিলিয়ন নম্বর ১৭।
‘শিরোনামহীন’ প্রধান জিয়াউর রহমান জানান, এর আগে ব্যান্ডটির জন্য শুধু তার লেখা ৩০টি গানের সংকলন বেরিয়েছিলো বই আকারে। তবে এবারের সংকলনে থাকছে ব্যান্ডটির জন্য লেখা সকল গীতিকবির গান।
এদিকে এক মলাটে ২৯ বছরের গান তুলেই থেমে নেই ‘শিরোনামহীন’। ভালোবাসা দিবস উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি ব্যান্ডটি প্রকাশ করেছে ‘প্রিয়তমা’ শিরোনামের নতুন গানচিত্র। গানটির কথা লিখেছেন জিয়াউর রহমান, সুর ও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন। ভিডিওতে অভিনয় করেছেন মডেল সিফাত আমিন শুভ, জান্নাতুল ফেরদৌস এবং শিশুশিল্পী মান বাহাদুর। ভারতের বিভিন্ন লোকেশনে গানটির চিত্রায়ণ করা হয়েছে।