বিটিভি এখনও অনুষ্ঠানের মান অর্জন করতে পারেনি: মহাপরিচালক

বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানের মান নিয়ে অসন্তুষ্ট খোদ রাষ্ট্রীয় টেলিভিশনটির নতুন মহাপরিচালক। মহাপরিচালক এস এম হারুন-অর রশীদ বলেছেন, ‘আমার কৈফিয়ত হচ্ছে, বিটিভি অনুষ্ঠানের মান অর্জন করতে পারেনিবিটিভি এখনও অনুষ্ঠানের মান অর্জন করতে পারেনি। আমি দায়িত্ব নিয়েছি ১৯ দিন হলো। তবে অনুষ্ঠান নির্মাণে যে মান বজায় রাখা উচিত সে চেষ্টা আমরা করছি। সেজন্য সকলের অংশগ্রহণ ও সমর্থন প্রয়োজন।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে রবিবার দুপুরে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় ব্যাচের বিদায় ও অষ্টম ব্যাচের বরণ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে মানুষকে স্বপ্ন দেখাতে হবে। আর সেই স্বপ্নের দিগন্ত হবে অসীম।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশাগুলোর মধ্যে একটি হলো সাংবাদিকতা। তাই সাংবাদিকদের সব সময় চাপের মধ্যে থাকতে হয়।’
সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক হেলেনা ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান জুনায়েদ হালিম, সাংবাদিকতা বিভাগের শিক্ষক আনওয়ারুস সালাম।

অনুষ্ঠান শেষে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 /আরএআর/এনএস/এপিএইচ/