বুলবুল আহমেদের যোগ্য উত্তরসূরি ঐন্দ্রিলা আহমেদ ২০ বছর পর বিটিভিতে ফিরেছেন সঞ্চালক হিসেবে। সম্প্রচার শুরু হয়েছে তার বিশেষ অনুষ্ঠান ‘ইফতারের রসুইঘর’। অভিনেত্রী জানান, প্রায় দুই দশক আগে বিটিভিতে প্রথম সঞ্চালনা করেছিলেন। এরপর দেশের বেশিরভাগ বেসরকারি টিভি চ্যানেলে প্রচুর অনুষ্ঠান সঞ্চালনা করলেও ফেরা হয়নি বিটিভিতে। অবশেষে অনুষ্ঠানের ধরণ ও পরিকল্পনা শুনে এই রমজানে যুক্ত হয়েছেন ‘ইফতারের রসুইঘর’ অনুষ্ঠানে।
ঐন্দ্রিলা বলেন, ‘ছোটবেলায় বিটিভিতে প্রথম উপস্থাপনা করেছি। তাও দুই দশকের বেশি সময় হবে। রাষ্ট্রীয় এ চ্যালেনটির সঙ্গে আমার অনেক স্মৃতি। বিভিন্ন বেসরকারি চ্যানেল রান্নার নানা অনুষ্ঠান উপস্থাপনা করলেও বিটিভিতে আর উপস্থাপনা করা হয়ে ওঠেনি। প্রায় দুই দশক পর বিটিভি আবার উপস্থাপনা করছি। অনুষ্ঠানের আইডিয়াটা অসাধারণ। ভিন্ন আইডিয়ার অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়ে আর না করতে পারিনি। আয়োজনে এখানে একজন অতিথি থাকেন। তার সঙ্গে রান্না নিয়ে গল্প আড্ডায় দারুণ সময় কেটে যায় আমার।’
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন মাহবুবা ফেরদৌস, আফরোজা সুলতানা ও এল রুমা।
বিভিন্ন টিভি চ্যানেলের সুবাদে উপস্থাপনায় প্রায় নিয়মিত থাকলেও ঐন্দ্রিলাকে সে অর্থে অভিনয়ে পাওয়া যাচ্ছে না। এর কারণ সম্পর্কে তিনি বলেন, ‘করপোরেট চাকরি করে তারপর পরিবারকে সময় দিয়ে অভিনয়ের জন্য আলাদা সময় বের করা খুব মুশকিল। ইচ্ছা থাকলেও অনেকাংশে সেটা হয়ে ওঠে না। তা ছাড়া যেসব গল্প বা চরিত্র আমার কাছে আসে, সেগুলো আমাকে খুব একটা টানে না। নাটক, সিনেমা ও ওটিটিতে কাজের প্রস্তাব তো নিয়মিতই পাই কিন্তু এমন কোনও গল্প বা চরিত্র এখনও পাইনি, যেটা দেখে মনে হবে যে কাজটা আমার করা উচিত। আর উপস্থাপনায় স্বাচ্ছন্দ্যবোধ করি, এ কারণে সেটিকে প্রাধান্য দিচ্ছি।’
সিনেমাটি প্রসঙ্গে ঐন্দ্রিলা বলেন, ‘বাবাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ও পরিকল্পনা রয়েছে। শুধু বাবাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবো বলে ফিল্ম বিষয়ে পড়াশুনাও করেছি। চলচ্চিত্র নির্মাণে এখন নিজেকে উপযুক্ত মনে করছি, তাই ঘোষণা দিয়েছি চলচ্চিত্র নির্মাণের। বর্তমানে টেবিলওয়ার্ক চলছে। এটি রিসার্চ বেইজড কাজ। পারফেক্টলি করতে হলে অনেক সময় লাগবে। এর জন্য বুলবুল আহমেদের সময়কার চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা বেঁচে আছেন, তাদের সঙ্গেও দেখা করছি। পাত্রপাত্রী নির্বাচনে একটু সময় লাগবে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে সিনেমার শুটিং শুরু করার ইচ্ছা রয়েছে।’