‘সুড়ঙ্গ’-‘তুফান’ পেরিয়ে নিধির নতুন মিশন ‘বরবাদ’

সময়ের সাড়া জাগানো সংগীত পরিচালকদের একজন আরাফাত মহসীন। নিধি নামেও তিনি ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত। পর পর দুই ব্লকবাস্টার হিট সিনেমা রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ ও ‘তুফান’-এর ব্যাকগ্রাউন্ড মিউজিক করে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। এই দুই সিনেমায় আরাফাত মহসীনের করা একাধিক গানও ছিল। সেগুলোও কুড়ায় শ্রোতার ভালোবাসা।

এবার ঈদে আরাফাত মহসীন আসছেন শাকিব খানের সিনেমা ‘বরবাদ’-এর ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে। সারা দেশের সিনেমাপ্রেমীদের আগ্রহের শীর্ষে অবস্থান করা এই সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় শেষ পর্যন্ত আস্থা রেখেছেন শাকিব খানের সবশেষ ব্লকবাস্টার ‘তুফান’-এ কাজ করা এই সংগীত পরিচালকের ওপরই। সেই আস্থার প্রতিদান দিতে এখন রাত-দিন কাজ করে যাচ্ছেন আরাফাত মহসীন।

আরাফাত মহসীন বলেন, ‘‘রায়হান রাফীর পরিচালনায় শাকিব ভাইয়ের সিনেমা ‘তুফান’-এ প্রথম কাজ করার সুযোগ ঘটে। আমি চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিয়ে কাজটি করতে। সিনেমাটির ব্যাকগ্রাউন্ড মিউজিকের পাশাপাশি ‘ফেঁসে যাই’ এবং ‘আসবে আমার দিন’ শিরোনামে দুটি গানও করি। যার জন্য অনেক মানুষের ভালোবাসা ও উৎসাহ পেয়েছি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার ‘বরবাদ’ করছি। কাজটা আমি বেশ উপভোগ করছি।’’

‘বরবাদ’ প্রসঙ্গে এই সংগীত পরিচালক আরও বলেন, ‘কাজটিতে চ্যালেঞ্জ যেমন আছে তেমনি এক্সপেরিমেন্ট করার জায়গাও আছে। সিনেমা রিলিজের পর হলে গেলেই দর্শক আমাদের চেষ্টার প্রতিফলন দেখতে পাবেন।’

এদিকে ঈদ উপলক্ষে সম্প্রতি উন্মুক্ত ‘পাঠাও’-এর একটি ট্রাভেল থিম সংয়ের জন্য নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন আরাফাত মহসীন। তার তৈরি এই গানে কণ্ঠ দিয়েছেন রেহান রাসুল।

বলা দরকার, ২০০৯ সালে জিঙ্গেল তৈরির মাধ্যমে সংগীতাঙ্গনে অভিষেক আরাফাত মহসীনের। দেড় দশকের ক্যারিয়ারে অনেক গানই তৈরি করেছেন তিনি। কাজ করছেন বিজ্ঞাপন নির্মাতা হিসেবেও। ২০১৬ সালে মুক্তি পাওয়া রেদওয়ান রনীর ‘আইসক্রিম’ এর মাধ্যমে চলচ্চিত্রের ব্যাকগ্রাউন্ড মিউজিকে তার অভিষেক। ২০২২ সালে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘দামাল’-এ কাজ করে কুড়ান সমালোচকদের প্রশংসা। এরপর ‘সুড়ঙ্গ’ ও ‘তুফান’-এ ঝড় বইয়ে দেন। এবার ‘বরবাদ’ দিয়ে বাজিমাত করতে আসছেন আরাফাত মহসীন।