কয়েদির পোশাকে হাতকড়া পরে পুলিশের গাড়ি থেকে যখন নিশান নামলো, তখন চারপাশের সবাই হতচকিত হয়ে যান। সাংবাদিকরা ভিড় করে আছে গাড়িটি ঘিরে। স্লোগান উঠছে, ‘নিশানের ফাঁসি চাই’।
কথার এক পর্যায়ে দেখানো হয় সিনেমাটির ট্রেলার। অনলাইনে প্রকাশের আগে সংবাদ সম্মেলনে ট্রেলারটি দেখানো হয় প্রথমবারের মতো। নিশান চরিত্রের কারাবাস, সেখান থেকে ফিরে আসা এবং জীবনের একটা লক্ষ্য খুঁজে বের করার কিছু ইঙ্গিত পাওয়া গেছে ট্রেলারে।
ট্রেলারের লিংক:
‘দাগি’ সিনেমায় জেরিন চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জেরিন হয়ে ওঠার পেছনে একটা বড় জার্নি ছিল। এতে আমাকে সবসময় সাপোর্ট করার জন্য শিহাব শাহীনকে ধন্যবাদ। আর চরকির সঙ্গে আমার সম্পর্ক অনেক বছরের। চরকি আমার পরিবার। আর আলফা আইকে ধন্যবাদ আমাকে আবার বড় পর্দায় তুলে আনার জন্য। আর নিশো ভাইয়ের ব্যাপারে কী বলব! বস তো বসই!’
আয়োজনে সবশেষে কথা বলেন আফরান নিশো। তিনি বলেন, ‘যে কোনও কাজের ক্ষেত্রে প্রস্তুতি খুব জরুরি। ভালো প্রস্তুতির জন্য সময় কত লাগলো, সেটা ব্যাপার না। সংখ্যার চেয়ে মান বজায় রাখা জরুরি। ভালো কাজ করতে চাইলে অস্থিরতা থাকলে চলে না।’
টিজার লিংক:
নির্মাতা শিহাব শাহীনকে নিয়ে নিশো বলেন, ‘শিহাব শাহীন একজন আপডেটেড নির্মাতা। তিনি নিজেকে সময়ের সঙ্গে ধরে রাখতে পারেন। তার সঙ্গে আমার অনেক তর্ক হয়, কিন্তু সত্যি বলতে তাকে আমি অনেক ভালোবাসি।’
গানের লিংক:
ঈদের দিন থেকে সারা দেশে প্রদর্শিত হবে ‘দাগি’। এ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো বড় পর্দায় ফিরছেন আফরান নিশো। তমা–নিশো জুটিরও এটি দ্বিতীয় সিনেমা। এমনকি নির্মাতা শিহাব শাহীনেরও দ্বিতীয় সিনেমা এটি। ‘দাগি’ সিনেমায় প্রথমবারের মতো গানও গেয়েছেন আফরান নিশো। সিনেমাটির টাইটেল ট্র্যাকে আরাফাত মহসীন নিধির সঙ্গে কণ্ঠ দিয়েছেন আফরান নিশো।
টিজার লিংক:
সৈয়দপুর, রাজশাহী, ঢাকায় হয়েছে ‘দাগি’ সিনেমার শুটিং। সিনেমায় অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে। ’দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন।