‘হাওয়া’ সিনেমা দিয়ে তাক লাগিয়ে নিজেই যেন হাওয়া হয়ে গেলেন ‘আইসক্রিম’-গার্ল নাজিফা তুষি। মাঝে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার কথা শোনা গেলেও, সেটি শোনা পর্যন্তই। আর কোনও অগ্রগতি মিলছে না।
তবে সেই শোনা কথা ছাপিয়ে এবার অভিনেত্রী জানালেন নতুন সিনেমার খবর। নাম ‘সখী রঙ্গমালা’। এর কেন্দ্রীয় চরিত্র ‘রঙ্গমালা’ রূপে দেখা যাবে অভিনেত্রীকে।
সরকারি অনুদানে এটি নির্মাণ করছেন ‘চন্দ্রাবতী কথা’ পরিচালক এন রাশেদ চৌধুরী।
সিনেমার খবরটি গণমাধ্যমে নিশ্চিত করে নাজিফা তুষি জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সিনেমাটির শুটিং করছেন তিনি। এরমধ্যে এক লটের শুটিং শেষও করে ফেলেছেন। শিগগিরই অংশ নেবেন পরের লটে।
২০২৩-২৪ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘সখী রঙ্গমালা’র রঙ্গমালা চরিত্রে নাজিফা তুষি এবং ফুলেশ্বরী চরিত্রে অভিনয় করছেন স্বর্ণালী চৈতি। আরও অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার, মোস্তাফিজুর নূর ইমরান, তৌফিকুল ইমন, শিল্পী সরকার অপু প্রমুখ।
বলা দরকার, নাজিফা তুষির অভিষেক সিনেমা ‘আইসক্রিম’ মুক্তি পায় ২০১৬ সালে। এরপর ২০২২ সালে মুক্তি পায় ‘হাওয়া’।