X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ঢালিউডের জন্য শুভ দিন ৭ জুলাই

বিনোদন রিপোর্ট
০২ জুলাই ২০২৩, ১৫:১৪আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৬:৪৪

অন্তহীন হতাশার মাঝেও আশার কুঁড়ি প্রস্ফুটিত হচ্ছে ঢালিউডে। গত কয়েক বছরের চিত্র পর্যালোচনা করলে এটুকু অন্তত স্পষ্ট হয়, ঢাকাই সিনেমার মান, জনপ্রিয়তা এবং বাজার সবকিছুই বিস্তৃত হচ্ছে। এবারের ঈদে সেই আবহ যেন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। মুক্তিপ্রাপ্ত প্রায় সবগুলো সিনেমাই পাচ্ছে আশানুরূপ সাড়া।

এরই মধ্যে একটি সুখবর উড়ে বেড়াচ্ছে ঢালিউডের বাতাসে। তা হলো, দেশের গণ্ডি ছাড়িয়ে ঈদের দুই সিনেমা বিদেশেও মুক্তি পাচ্ছে শিগগির। এগুলো হলো ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’। দেশের বাজারে ছবি দুটি চুটিয়ে ব্যবসা করছে। হল থেকে হলে হাউজফুল শো। এবার সেই আঁচ বিদেশের প্রেক্ষাগৃহে লাগলো বলে!

আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। সেখানে ছবিটি পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো। ঈদের দ্বিতীয় দিনই (৩০ জুন) ঘোষণাটি দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট সজীব সপ্তক।

‘প্রিয়তমা’র নায়ক-নায়িকা শাকিব খান ও ইধিকা পাল এই ঈদে মূলত দেশের ‘অন্তর্জাল’ ছবিটি মার্কিন মুলুকে মুক্তির প্ল্যান হাতে নিয়েছিল স্বপ্ন স্কেয়ারক্রো। তবে ছবিটির মুক্তি পেছানোয় তা সম্ভব হয়নি। তাই প্রবাসী বাঙালিদের জন্য তাদের উপহার হিমেল আশরাফ নির্মিত ‘প্রিয়তমা’। সজীব সপ্তক বলেছেন, “উৎসবের সময়টাতে এখানকার দর্শক বাংলাদেশের সিনেমা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন না। নির্ধারিত তারিখে ‘প্রিয়তমা’ ছবিটি মুক্তি পাবে। ৪ জুলাই হলের পূর্ণাঙ্গ তালিকা ও সময় জানানো হবে।”

একই তারিখে অস্ট্রেলিয়ায়র প্রেক্ষাগৃহে ঢুকছেন আফরান নিশো। ‘সুড়ঙ্গ’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে তার। এই ছবিটি আগামী ৭ জুলাই অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ক্যানবেরা, সিডনি, ডারউইনসহ ছয়টি শহরে মুক্তি পাবে। ইতোমধ্যে প্রথম সপ্তাহের ২৫ শোর ৭০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন ছবিটির নির্মাতা রায়হান রাফী। কাঙ্গারুর দেশে ছবিটি পরিবেশনা করছে বঙ্গজ ফিল্মস। কয়েক দিন ধরেই তারা সোশ্যাল মিডিয়ায় ‘সুড়ঙ্গ’র অগ্রিম টিকিট বিক্রির প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

‘সুড়ঙ্গ’ সিনেমার দৃশ্য এদিকে ৭ জুলাই আরও একটি শুভ ঘটনা ঘটছে ঢালিউডের জন্য। গেলো বছরের সবচেয়ে আলোচিত ও সফল সিনেমা ‘হাওয়া’ মুক্তি পাচ্ছে ভারতের ওটিটি প্ল্যাটফর্ম ‘সনি লিভ’-এ। গত কয়েক দিন ধরেই প্রতিষ্ঠানটি জোর প্রচারণা চালাচ্ছে ছবিটি নিয়ে।

‘হাওয়া’র মুখ্য চরিত্র চান মাঝি তথা চঞ্চল চৌধুরীর লুক শেয়ার করে সনি লিভের পেজে লেখা হয়েছে, “বোটের সারেং চান মাঝি। শক্ত হাতে যেমন ধরে হাল, তেমনি হাতের মুঠোয় রাখে তার খালাসীদের। তারা কি কেউ জানে, চানের অন্ধকার অতীত বর্তমানে কেন ঝড় হয়ে আসছে? ‘হাওয়া’ আসছে আগামী ৭ জুলাই।”

‘হাওয়া’র নির্মাতা মেজবাউর রহমান সুমন ও ছবির পোস্টার তিনটি আলোচিত সিনেমা একই দিনে ভিনদেশের পর্দায় জায়গা করে নিচ্ছে, এটা নিঃসন্দেহে ঢালিউডের জন্য শুভ ঘটনা। এই ধারা অব্যাহত থাকলে সুদিন বেশি দূরে নয় বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির মানুষেরা।

/কেআই/
সম্পর্কিত
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
বিনোদন বিভাগের সর্বশেষ
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী
বানসালির ওপর ক্ষুব্ধ এই বাঙালি অভিনেত্রী
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!