বলিউডের পোস্টার থেকে উধাও পাকিস্তানি তারকারা!

পেহেলগাম সূত্রে ভারত-পাকিস্তান উত্তেজনা, এরপর অপারেশন সিঁদুর, অতঃপর যুদ্ধবিরতি। কিন্তু এরিমধ্যে ঘটে গেছে অনেক ঘটনা। বিশেষকরে পাকিস্তান-ভারতের শোবিজ তারকারা জড়িয়েছেন মৌখিক যুদ্ধে।

দুই দেশের তারকারা নিজ নিজ দেশের পক্ষে কথা বলবেন, এটাই স্বাভাবিক। সেটাই হয়েছে। তবে পাকিস্তানি তারকারা হারিয়েছেন বলিউডের বিশাল এক জায়গা।  

বর্তমানে পাকিস্তানি অনেক অভিনেতা-অভিনেত্রী বলিউডে বেশ জমিয়ে কাজ করছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ ক’টি ছবি। তবে এই যুদ্ধ তাদের সেই জায়গা নড়বড়ে করে দিয়েছে।

ভারতে পাকিস্তানি তারকাদের নিষিদ্ধ করার দাবি উঠেছে। এমনকি এরিমধ্যে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান এবং নায়িকা মাহিরা খানের ছবি তাদের নিজ নিজ হিন্দি সিনেমার পোস্টার ‘কাপুর অ্যান্ড সন্স’ এবং ‘রইস’ থেকে সরিয়ে ফেলা হয়েছে। 

এছাড়াও, বহু পুরনো সিনেমা ‘সনম তেরি কসম’র ডিজিটাল পোস্টার থেকেও পাকিস্তানের নায়িকা মাওরা হোসেনের ছবি সরিয়ে ফেলা হয়েছে। তাই নয়, স্পটিফাই, ইউটিউব মিউজিকের মতো জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্মগুলো এরিমধ্যেই ‘কাপুর অ্যান্ড সন্স’র পোস্টার থেকে ফাওয়াদ খানের মুখ সরিয়ে দিয়েছে। তাছাড়া ‘রইস’ অ্যালবাম, যেখানে আগে শাহরুখ খান ও মাহিরা খানের ছবি ছিল, এখন একা শাহরুখকে দেখা যাচ্ছে সেখানে।