আট বছর পর চিরকুট হাজির চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’ নিয়ে। যা প্রকাশ হলো আজ, ১৪ মে। অ্যালবামে রয়েছে দশটি গান। শারমিন সুলতানা সুমীর কথা-সুরে গানগুলো তৈরি করেছেন চিরকুট সদস্যরা।
ব্যান্ডটি জানায়, স্পটিফাই, অ্যাপল মিউজিক, ইউটিউব, ফেইসবুক মিউজিকসহ সকল স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানগুলো আজ (১৪ মে) থেকে শুনতে পারবেন শ্রোতারা। এরমধ্যে ‘দামি’ নামে প্রথম গানটির ভিডিও প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছে ব্যান্ডটি।
দ্রুতই আরও দুটি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ করতে যাচ্ছে তারা।
নতুন অ্যালবাম প্রকাশ সম্পর্কে চিরকুট জানায়, ২৩ বছরের পথচলায় চিরকুটের মূল শক্তি ছিল শ্রোতাদের ভালোবাসা। তার সাথে ছিল সকল প্রতিকূলতাকে পিছে ফেলে এগিয়ে চলা।
দলনেতা শারমিন সুলতানা সুমী বলেন, ‘অ্যালবাম মানে একদম আমাদের ভাবনা এবং কাজের প্রতিফলন থাকা। চিরকুট আমাদের ধ্যানের মতো। আশা করছি আমাদের যারা ভালবাসেন, সেই জায়গাটা বুঝতে পারেন; আমাদের এ স্বতঃস্ফূর্ত নতুন গানগুলো তাদের হৃদয়ে পৌঁছাবে। এছাড়া চিরকুট নিয়ে গত ২৩ বছরে আমাদের একান্ত যাত্রায় নিজস্ব একটা ভ্রমণ তৈরি হয়েছে। এই পথ পরিক্রমায় এত মানুষের দোয়া, ভালবাসা পেয়েছি যে ভালবাসার ভাষায়; গানে গানেই প্রতিনিয়ত তার প্রতিদান দেয়ার চেষ্টা করে যাচ্ছি মাত্র। আমরা অতি ক্ষুদ্র মানুষ। পৃথিবীতে ভালো কিছু করে যাওয়ার চেষ্টা করছি মাত্র।’
অ্যালবামের গানগুলো হলো- দামি, হিয়া, উত্তরে ভালো না, আগুন, ডাক, কেন তুমি এলে না, ভালোবাসি তোমায়, দিন যায়, অসুখ সেরে যায় ও দরদী।
চিরকুট জানায়, অডিও গানের ভিডিও ধারাবাহিকভাবে প্রকাশের পাশাপাশি ‘ভালোবাসাসমগ্র’ উপলক্ষে শিগগিরই বিশেষ একক কনসার্ট-এর পরিকল্পনা করছে ব্যান্ডটি।
ব্যান্ড ভ্রমণের বর্তমান লাইনআপ
শারমিন সুলতানা সুমী: কথা, সুর ও কণ্ঠ
পাভেল আরিন: সাউন্ড প্রডাকশন ও ড্রামস
রায়হান ইসলাম শুভ্র: রিদম গিটার
দিব্য নাসের: লিড গিটার ও হারমনি ভয়েস
ইশমামুল ফারহাদ: বেইজ গিটার
রায়হান পারভেজ আকন্দ প্রান্ত: ব্যাঞ্জ, ম্যান্ডোলিন, ইউকুলেলে, গিটার ও স্ট্রামস্টিক
ইয়ার হোসেন: কি-বোর্ডস, হারমোনিয়াম ও ভায়োলিন
ফায়েজ সাগর: সাউন্ড ইঞ্জিনিয়ার