জার্মান কালচারাল সেন্টারে ‘ছুরত’ ও ‌‘আনটাং’

ঢাকার জার্মান কালচারাল সেন্টার আয়োজিত ‘সিনে সন্ধ্যা’র আসরে বিশেষ প্রদর্শনী হতে যাচ্ছে গোলাম রাব্বানী পরিচালিত ‌‘ছুরত’ ও ‌‘আনটাং’ সিনেমা দুটির। ১৮ মে সন্ধ্যা ৭টায় ছবি দুটির প্রদর্শিত হবে। 

এমনটাই জানালেন নির্মাতা ও সাংবাদিক গোলাম রাব্বানী।

একই দিন এই আয়োজনে প্রদর্শিত হবে জার্মান নির্মাতা অনিকা ডেকারের ‌‘লিভসডিংস’ চলচ্চিত্রটি।  

‌‘ছুরত’ ও ‘আনটাং’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুটিতে অভিনয় করেছেন মিজানুর রহমান, নওশাবা আহমেদ, প্রসূন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন, মানিক সাহা প্রমুখ। 

এর আগে ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল, বুদাপেস্ট চলচ্চিত্র উৎসব এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবি দুটি অনারেবল মেনশন অ্যাওয়ার্ড অর্জন করেছে। গোলাম রাব্বানীমানুষের বাক-স্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে ২০২৪ সালের শুরুর দিকে নির্মিত হয়েছে ‘আনটাং’।  আর মানুষের বহুরূপী সত্তার গল্প নিয়ে ২০২৩ সালে নির্মিত হয় ‌‘ছুরত’।  

গোলাম রাব্বানীর পরিচালনায় ‘স্টিচ লাইফ’ ও ‘নিশি’ নামে আরও দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে।