ফ্যাশন মানুষের রুচিবোধকে প্রকাশ করে। হালের ফ্যাশন কালচার এবং স্টাইলকে তুলে ধরার লক্ষ্যে দীপ্ত টিভিতে শুরু হচ্ছে তথ্যবহুল নতুন শো ‘ফ্যাশন ক্যানভাস’।
প্রযোজক ও পরিকল্পক মেহেদী হাসান সোমেন জানান, মূলত এটি একটি লাইফ স্টাইল শো। যা দেশের জনপ্রিয় সব ফ্যাশন হাউজগুলোর সাথে সম্পৃক্ত হয়ে কাজ করবে। ফ্যাশন ক্যানভাসের বিভিন্ন পর্বে থাকছে বিশ্বরঙ, বিবি প্রোডাকশনস, কে ক্রাফট, ক্যাটস আই, দেশাল, খুঁত, এনিগমা, জেভার, সামার বাই সানজিদার মতো ফ্যাশন প্রতিষ্ঠানগুলো।
এই অনুষ্ঠান ডিজাইন করা হয়েছে তিনটি ধাপে। কখন কোন সময়ে কী ধরনের পোশাক, অর্নামেন্টস, এমনকি মেকআপ করতে হবে, তার বৃত্তান্ত থাকবে এই শোজুড়ে। সেখানে পোশাকের ডিজাইনের ওপর থাকবে ডিজাইনারের ভাবনা। কেমন করে এই ডিজাইনের পোশাক তৈরির চিন্তা এলো, কোন সময়ে কী ধরনের পোশাকের ব্যবহার হবে, তা নিয়েও থাকবে আলাপ।
প্রযোজক মেহেদী হাসান সোমেন জানান, ১৯ মে থেকে প্রতি সোমবার রাত ১১টা ৩৫ মিনিটে অনুষ্ঠানটি দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে।