হলিউডের জনপ্রিয় অভিনেত্রী নাটালি পোর্টম্যান হাজির হয়েছেন ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে। তার উপস্থিতিতে যেন লালগালিচা পেয়েছে এক নতুন দীপ্তি! ফ্যাশন সচেতন এই অভিনেত্রীর পরনে ছিল এক নজরকাড়া কালো লেইস গাউন। অ্যালিগেন্স আর আত্মবিশ্বাসের নিখুঁত মিশেল যেন নাটালির প্রতিটি হাঁটায় প্রকাশ পেয়েছে।
এই মনোমুগ্ধকর কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করেছে বাংলা ট্রিবিউন। যেখানে তিনি ধরা পড়েছেন হাসি, স্নিগ্ধতা ও আভিজাত্যের প্রতীক হিসেবে। নাটালি পোর্টম্যান আবারও প্রমাণ করলেন, তিনি শুধুই একজন অভিনেত্রী নন—এক জীবন্ত স্টাইল আইকনও বটে।
বলা দরকার, ২০১০ সাল থেকে নাটালি শুভেচ্ছাদূত হিসেবে কানের লালগালিচা মাড়াচ্ছেন ফরাসি ব্র্যান্ড ডিওর-এর হয়ে। এবারও তার পরনে ছিলো ডিওরের পেশাক।
ছবি: প্রতিবেদক