নুসরাত ফারিয়াকে বিদেশ যেতে বাধা

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (১৮ মে) দুপুরে বিদেশে পাড়ি দেওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। বর্তমানে সেখানেই তার জিজ্ঞাসাবাদ চলছে। 

নাম প্রকাশ না করা শর্তে বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, নুসরাত ফারিয়াকে দেশের বাইরে যেতে বাধা দেয়া হয়েছে। তাকে এখন (বেলা আড়াইটা) জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিন তিনি থাইল্যান্ডের উদ্দেশে বিমানবন্দরে গিয়েছিলেন বলে জানা যায়।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে নুসরাত ফারিয়াসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে মামলা হয়েছে।‘মুজিব’ সিনেমার একটি দৃশ্যে নুসরাত ফারিয়ামামলার নথিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে।

বলা দরকার, নুসরাত ফারিয়া ‘মুজিব’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন।