X
সোমবার, ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২
গ্রেফতার নুসরাত ফারিয়া

বিমানবন্দর থেকে কারাগার: ইন্টেরিমের প্রতি ক্ষোভ ও তিরস্কার

বিনোদন ডেস্ক
১৯ মে ২০২৫, ১৬:০৬আপডেট : ১৯ মে ২০২৫, ১৭:০৪

থাইল্যান্ড যাওয়ার সময় রবিবার (১৮ মে) নায়িকা-গায়িকা নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমে আটক পরে গ্রেফতার দেখায় ইমিগ্রেশন পুলিশ। জানা গেছে, নায়িকার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ওই মামলায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়। আজ (১৯ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। নুসরাত ফারিয়া সবচেয়ে বিস্ময়কর, জুলাই বিপ্লবের পুরোটা সময় নুসরাত ফারিয়া ছিলেন দেশের বাইরে। অনেকেই মনে করছেন, মামলা নয়, ফারিয়ার অপরাধ ‘মুজিব’ সিনেমায় অভিনয়। এমন বিস্ময়কর ঘটনায় গতকাল থেকে প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে। সরকারের এমন কাণ্ডে বিস্মিত শিল্পীরা। অনেকেই নুসরাত ফারিয়ার পাশে দাঁড়িয়েছেন, করেছেন তুমুল প্রতিবাদ। আজমেরী হক বাঁধন অভিনেত্রী আজমেরী হক বাঁধন একজন সক্রিয় জুলাই বিপ্লবী। তিনি প্রতিবাদ করে লিখেছেন, ‘কী লজ্জার বিষয়! যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে, তাদের সঙ্গে এই মেয়েটির কোনও সম্পর্ক নেই। বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন দেশে বাস করি, যেখানে ন্যায়বিচার সাধারণভাবে প্রচলিত। তবে এই ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য না।’ পরীমণি চিত্রনায়িকা পরীমণি বিষয়টি নিয়ে মজা করে লিখেছেন, ‘কথা হচ্ছে, কোনোকালেই কথা বলতে পারবা না মনু। ঘুমাও ঘুমাও। ঘুমই উত্তম।’

নায়িকা মাহিয়া মাহি লিখেছেন, ‘কী লজ্জা! তিনি একজন শিল্পী!’ 

নায়ক বাপ্পী চৌধুরী লিখেছেন, ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল। যদি কোনও অপরাধের সঙ্গে জড়িত থাকেন, তাহলে নিয়ম অনুযায়ী নুসরাত ফারিয়ার শাস্তি হোক। নইলে মুক্তি দেওয়া হোক এ পরিস্থিতি থেকে। কিন্তু কোনও চরিত্রে অভিনয়ের কারণে বা ঢালাওভাবে যে গায়েবি মামলা হচ্ছে তার শিকার হলে বেদনাদায়ক।’ কাজী নওশাবা আহমেদ অভিনেত্রী নওশাবা লিখেছেন, ‘রাষ্ট্র কী ভুলে যাচ্ছে?! আপনারা বাংলাদেশকে কথা দিয়েছিলেন, তার বাকস্বাধীনতা থাকবে, শিল্পী তার শিল্পচর্চা করবে আপন লয়ে, আরও কত কী! গোল্ডফিশ মেমোরি হলে তো হবে না! মনে করানোর ব্যবস্থা বাংলাদেশের মানুষ কিন্তু জানে!’

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম লিখেছেন, ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ!’

নির্মাতা শিহাব শাহীন লিখেছেন, ‘অবিশ্বাস্য আর আজগুবি অভিযোগে নুসরাত ফারিয়ার গ্রেফতার হয়রানিমূলক!’ শিহাব শাহীন সাংবাদিক-গীতিকার ইশতিয়াক আহমেদ লিখেছেন, ‘দুনিয়াজোড়া দুর্ভাগা শিল্পীদের তালিকা হলে নুসরাত ফারিয়ার রোল নাম্বার হবে ৪ বা ৫। তার কিছুই ঠিকঠাক হলো না এ দেশে। সে গান গাইলো, কোরিওগ্রাফি নিয়ে আপত্তি। সে আইটেম গানে অভিনয় করলো, সেখানে লিরিকে বিপত্তি। সে গাড়ি কিনলো, সেখানে সামনে নিয়ে আসা হলো তার ক্রয়ক্ষমতা, সম্পত্তি। সে দেশে অভিনয় করলো, সেটা নিয়েও হতে হতে হলো না কোনও নিষ্পত্তি। ঠেকলো গিয়ে গ্রেফতারে। অনেক কিছুই হয়তো করা হয়নি এ দেশে তার, তবে এটাও জোর দিয়ে বলা যায় হত্যাচেষ্টার মতো অপরাধও সে করেনি। দুর্ভাগ্য মানুষকে কোথায় নিয়ে যায় তার বড় উদাহরণ ফারিয়া। বাংলাদেশের সবচেয়ে স্মার্ট অভিনেত্রী এই দেশকে কিছু না দিয়ে ফুরিয়ে গেলো। যেতে হলো জেল অবধি। তাকে মুক্তি দেওয়া হোক।’ খায়রুল বাশার অভিনেতা খায়রুল বাশার প্রতিবাদ করে লিখেছেন, ‘উনি অভিনেত্রী, ওনার কাজ অভিনয় করা। গল্পে যে চরিত্রটা পাবেন সে চরিত্রের যথাযথ প্রকাশ সে করবেন; এই উনার কাজ। আমার ধারণা উনি রাজনীতি সচেতনও না এবং উনি কোনও রাজনীতি করেনও না। এমনকি বিটিভিতে গিয়ে মায়াকান্নাও করেন নাই। তাহলে একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্তা? ওই সিনেমায় অভিনয়ের জন্য সকলকেই অডিশনের জন্য ডাকা হয়েছিল, অনেকেই অডিশন দিয়েছেন। যারা অডিশন দিয়ে সিলেক্টেড হয়েছেন তারাই অভিনয় করেছেন। এটা সিম্পল! এখানে কেউ রাজনীতি করতে যাননি। অভিনেত্রী হিসেবে একটা সিনেমায় অভিনয় করা কোনও ক্রাইম না। যদি তাই হয়, তবে নুসরাত ফারিয়ার সাথে অন্যায় হচ্ছে। বর্তমান সরকার যদি শিল্পীদের কোনও রাষ্ট্রীয় আয়োজনে ডাকেন, এক্ষেত্রে শিল্পীদের করণীয় কি হবে? পরবর্তীতে অন্য সরকার তাদের হেনস্তা করবে এই মেনে হুকুমের দাস হবে? নাকি শিল্পীরা কখনোই কোনও সরকার কর্তৃক রাষ্ট্রীয় আয়োজনের অংশ হবে না?’

অভিনেত্রী নাজিয়া হক অর্ষা লিখেছেন, ‘ক্ষমতা, অবস্থান, দুর্নীতি... এটি একটি লুপ!’ নাজিয়া হক অর্ষা নির্মাতা আফজাল হোসেন মুন্না লিখেছেন, ‘আন্দোলন ও অভ্যুত্থানের পুরোটা সময় বিদেশ থাকার পরেও হত্যা মামলার আসামি! ৯ মাস পর এয়ারপোর্ট থেকে গ্রেফতার! ঘটনা এইখানেই শেষ হয় নাই, ফারিয়ার কারাগারেও যাওয়া লাগলো! এই ব্যাপক সময় ও শক্তি ক্ষয়কারী সংশ্লিষ্ট লোকজন আপনারা বিবেক, আয়না, আত্মীয়, বন্ধুদের দিকে তাকাতে বিব্রত বোধ করেন না? মানে হাসেন, কাঁদেন, শ্বাস নেন কীভাবে?’

কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী লিখেছেন, ‘জেলখানার আর দরকার কি? পুরোটাই তো জেলখানা।’ দিনাত জাহান মুন্নী অভিনেতা সোহেল রানা লিখেছেন, ‘দায়িত্ব নিয়া বলেন এই রাষ্ট্রে শিল্পী কীভাবে তার কর্মটা করবে?’
 
নির্মাতা শঙ্খদাশ গুপ্ত লিখেছেন, ‘হাস্যকর! পুরো বিচার ব্যবস্থা একটি রসিকতায় পরিণত হয়েছে!’

নির্মাতা ইমেল হক এ বিষয়ে লিখেছেন, ‘আব্দুল হামিদসহ চিহ্নিত অপরাধীদের পালাতে সাহায্য করা হয় আর নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়। বাহ সরকার, বাহ!’ লুৎফর হাসান সংগীতশিল্পী লুৎফর হাসান একটি ছড়া লিখেছেন। ছড়াটি এমন-

চোখের সামনে পার পেয়ে যায় 
বোয়াল মাগুর রুই, 
নরম কোমল নায়িকা ধরে 
জেলের ভেতর থুই। 
মন্ত্রী-নেতার সখ্যে যদি 
খু*নের মামলা হয়, 
তুমি আমি গান কবিতায় 
কেউই মুক্ত নয়। 
আজ ফারিয়া কালকে তুমি 
পরশু হয়তো আমি, 
হতেই পারি জুলাই সেনা 
আমরা নইতো দামি। 
অভিনয়ের সূত্রে যদি 
কাউকে ধরলে প্রিয় 
তোমার খালু ক্যামনে পালায় 
পারলে জবাব দিয়ো। 
ফ্যাসিবাদের বিদায় দিলাম 
এটা কেমন দৃশ্য, 
সংস্কারের খবর কিন্তু 
নিচ্ছে বহির্বিশ্ব। 
আসল কাজে ঠনঠনে হায় 
কী যা তা করছো, 
অন্যকে নয় নিজেরেই কি 
আগাম তুমি ভরছো! নূর ইমরান অন্যদিকে অভিনেতা মোস্তফিজুর নূর ইমরান লিখেছেন, ‘আমরা শিল্পী। আমরা স্বাধীন। আমরা সর্বজনীন। আমরা ঐক্যবদ্ধ। আমরা শুধু আমাদের কাজ করি।’

এরপর তিনি সতর্ক করে লিখেছেন, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ: শিল্প ও শিল্পীর অবমূল্যায়ন, জাতির ধ্বংসের কারণ। শিল্পী যদি সত্যিই অপরাধী প্রমাণিত হয়, অবশ্যই তার সুষ্ঠু বিচার হোক। আত্মপক্ষ সমর্থন থাকুক। কোনও অপরাধের সঙ্গে যোগসাজশ থাকলেও তার বিচার আইন অনুযায়ী অবশ্যই হোক। কোনও রাজনৈতিক দলের হয়ে এমন কোনও ফায়দা যদি নিয়ে থাকেন, যেটার কারণে কারও ক্ষতি হয়েছে, তবে অবশ্যই ন্যায়বিচার হোক। দুর্নীতি থাকলে সেটা প্রমাণ হোক, সেই অনুযায়ী শাস্তিও হোক। কিন্তু মিথ্যা মামলা, আটক, হয়রানি, পাবলিক, মিডিয়া, সোশ্যাল মিডিয়া ট্রায়াল, মব ভায়োলেন্স- এসব মানহানি বন্ধ হোক এখনই।’
আলী হায়দার নাট্য নির্দেশক আলী হায়দার প্রতিবাদ করে লিখেছেন, ‘বাংলাদেশে এমন উদ্ভট আর অপরিপক্ব সরকার এই দেশের মানুষ জীবনেও দেখে নাই; আশা করি দেখবেও না। কাকে ধরে কাকে ছাড়ে তার কোনও কারণ নাই। অকারণ বাড়াবাড়ি হচ্ছে ইন্টেরিম! এসবের এমন জবাব এই জাতি দেবে তা আপনাদের ভাবনার বাইরে থাকবে। নুসরাত ফারিয়া ন্যায্যবিচার পাক এই দাবি জানাচ্ছি।’

/সিবি/এমএম/এমওএফ/
সম্পর্কিত
আন্দোলনের সময় নুসরাত ফারিয়া দেশে ছিলেন না: আইনজীবী
আন্দোলনের সময় নুসরাত ফারিয়া দেশে ছিলেন না: আইনজীবী
নুসরাত ফারিয়া সম্পর্কে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
নুসরাত ফারিয়া সম্পর্কে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ফারিয়া প্রসঙ্গে ফারুকী ও তার শিষ্যরা...
ফারিয়া প্রসঙ্গে ফারুকী ও তার শিষ্যরা...
নুসরাত ফারিয়া কারাগারে
নুসরাত ফারিয়া কারাগারে
বিনোদন বিভাগের সর্বশেষ
বলিউডে কেউ কারও বন্ধু না: নওয়াজউদ্দিন
বলিউডে কেউ কারও বন্ধু না: নওয়াজউদ্দিন
‘আনন্দমেলা’য় সাবিনা ইয়াসমীন
‘আনন্দমেলা’য় সাবিনা ইয়াসমীন
আমি কখনও থামবো না: টম ক্রুজ
আমি কখনও থামবো না: টম ক্রুজ
ফারিয়া প্রসঙ্গে ফারুকী ও তার শিষ্যরা...
ফারিয়া প্রসঙ্গে ফারুকী ও তার শিষ্যরা...
প্রধান উপদেষ্টাকে ট্যাগ করে নির্মাতার প্রতিবাদ
প্রধান উপদেষ্টাকে ট্যাগ করে নির্মাতার প্রতিবাদ