পরিণীতি চোপড়াকে শেষবারের মতো দেখা গিয়েছিলো ‘অমর সিং চামকিলা’ সিনেমায়। সেখানে তার সহশিল্পী ছিলেন দিলজিৎ দোসাঞ্জ। আপনি কি জানেন, রনবীর কাপুর অভিনীত ব্লকবাস্টার হিট ‘অ্যানিমেল’ সিনেমাটি প্রত্যাখান করে পরিণীতি সাইন করেছিলেন ‘অমর সিং চামকিলা’!
অভিনেত্রী এখনো মনে করেন, এটি ছিল তার জীবনের সেরা সিদ্ধান্ত। সম্প্রতি রজত শর্মার ‘শো আপ কি আদালত’- এ একটি সাক্ষাৎকারে পরিণীতি চোপড়া এসব কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রায় একইসময়ে দু’টি সিনেমার প্রস্তাব আসে তার কাছে। কোন সিনেমাটি তার করা উচিৎ, তা নিয়ে ভেবেছিলেন তিনি। তার মন সায় দেয় ‘অমর সিং চামকিলা’ সিনেমার প্রতি। পরিনীতি ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিলেন। তিনি এখনো বিশ্বাস করেন, ভালো পথটিই বেছে নিয়েছিলেন এবং এটি ছিল তার সবচেয়ে সেরা সিদ্ধান্তগুলোর একটি।
পরিণীতি চোপড়া সম্প্রতি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নস্টালজিক মুহূর্ত শেয়ার করেছেন। অমর সিং চামকিলা এবং অমরজোত কৌরের ‘পেহলে লালকারে’ লাইভ গান পরিবেশন করার একটি ক্লিপ শেয়ার করেছেন তিনি। গোলাপী হার্ট ইমোজি দিয়ে প্রশংসা করেছেন। পোস্টটি তার সহ-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ এবং পরিচালক ইমতিয়াজ আলীকে ট্যাগ করেছেন পরিণীতি। সিনেমাটির সিক্যুয়েল করার পরামর্শ দিয়েছেন ইমতিয়াজকে।
আত্মজীবনীমূলক কাজটি আইকনিক পাঞ্জাবি গায়ক ‘অমর সিং চামকিলা’র গল্পকে জীবন্ত করে তোলে। অমর সিং চামকিলাকে বলা হয় পাঞ্জাবের ‘এলভিস প্রিসলি’।
সূত্র : পিংকভিলা