আমেরিকায় থিতু হলেও প্রিয়াঙ্কা চোপড়াকে ভারতে আসতেই হয় নিজের কাজ ও পরিবারের জন্য। এই যেমন এবার বেশ লম্বা সময় ভারতে কাটিয়ে গেলেন পিসি।
সিনেমার কাজ ও ভাইয়ের বিয়ে উপলক্ষে প্রায় এক মাস আগে ভারতে আসেন প্রিয়াঙ্কা চোপড়া। শুটিং শেষ করেছেন মাত্রই। এদিকে ভাইয়ের বিয়ের অনুষ্ঠানও মিটে গেছে। এবার বাড়ি ফেরার পালা। তাই লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পাড়ি জমান প্রিয়াঙ্কা। সঙ্গে ছিল মেয়ে মালতি মেরি।
একটি ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের রাস্তায় ট্র্যাফিক সিগন্যালে গাড়ি আটকে থাকার সময়, এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে সাহায্য করছেন বলিউডের ‘দেশি গার্ল’।
ভিডিওটি বেশ সাড়া ফেলেছে। সবাই ধন্য ধন্য করছেন প্রিয়াঙ্কার নামে। তিনি যে কতটা মানবিক, সেই কথাই বারবার উল্লেখ্য করছেন তার ভক্ত-অনুরাগীরা।
অন্য আরেকটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে প্রিয়াঙ্কা মেয়ে মালতিকে কোলে নিয়ে হাঁটছেন। তবে মুখ যেন দেখা না যায়, সেজন্য নিজের হাত দিয়ে মেয়ের মুখের অংশবিশেষ ঢেকে রেখেছেন।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস