কানে কটাক্ষের শিকার উর্বশী!

উর্বশী রাউতেলা, কান উৎসবে তিনি প্রতিবারই হাজির হন ভিন্ন ঢঙে। পোশাকে রঙের বাহার আর সাজে অভিনবত্ব, সব মিলিয়ে কান উৎসবে তার চোখ ধাঁধানো রূপ নজর কাড়ে বিশ্ববাসীর।

এবারও তার ব্যতিক্রম নয়। রংচঙে পেপ্লাম গাউনে স্ট্রাপলেস ডিজাইনে হাজির হয়েছিলেন কানের প্রথমদিন (১৩ মে)। 

কোমরে ফ্লেয়ার দেওয়া বডিকন ডিজাইনের স্কার্টের মতো নেমে গিয়েছে গাউনটি। ম্যাচিং দুল আর মুকুটের নানা বর্ণের পাথরে চোখ ঝলসে যাওয়ার দশা। মাথায় মুকুট যেন উর্বশীর রূপ আরও খানিকটা ঠিকরে বের হচ্ছিল।উর্বশী রাউতেলাসবচেয়ে বেশি যেটা সবার নজর কেড়েছে তা হলো, তার হাতে থাকা সাড়ে পাঁচ লাখ টাকার তোতাপাখি ক্লাচ।

তবে উর্বশীর এমন জমকালো পোশাক, সাজসজ্জা নিয়ে কিন্তু তীর্যক মন্তব্য করছেন নেটিজেনরা।  

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ফ্যাশন-বিশেষজ্ঞ ‘সব্য’ তাদের ইনস্টাগ্রাম পেজে কান থেকে উর্বশী রাউতেলার ছবি শেয়ার করেছেন। সেখানেই নেতিবাচক সব মন্তব্য করেছেন অনেকে।

একজন মন্তব্য করছেন, কী হাস্যকর!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘উর্বশী দেবী জাগরণের জন্য প্রস্তুত!’ অন্য আরেকজন মন্তব্য করেছেন, এটা কেমন সাজ!’উর্বশী রাউতেলাবলা প্রয়োজন, ১৩ মে থেকে শুরু হয়েছে ৭৮তম কাল চলচ্চিত্র উৎসব। উর্বশী রাউতেলা ছাড়াও ঐশ্বরিয়া রাই, জাহ্নবী কাপুর, শর্মিলা ঠাকুর, সিমি গারেওয়ালের মতো বেশ কয়েকজন ভারতীয় তারকা এ বছর কানের লালগালিচায় হাঁটবেন।

উল্লেখ্য, বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে ২৪শে মে এবারের কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে।

সূত্র: এনডিটিভি