‘হেরাফেরি ৩’-এ থাকবেন না পরেশ রাওয়াল ওরফে ‘বাবু রাও’, এই খবর শোনার পর অনেকের মন খারাপ হয়েছিল। তবে এবার এলো তাদের জন্য সুখবর। চেনা চরিত্রেই ফিরতে চলেছেন পরেশ রাওয়াল। অর্থাৎ, ছবির তৃতীয় কিস্তিতে থাকছেন ‘বাবু রাও’। আর খবরটি নিজেই জানিয়েছেন অভিনেতা।
পরেশ রাওয়ালের এই ঘোষণাতে উৎফুল্ল তার ভক্তরা। এমনকি সমস্যার সমাধান হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন প্রযোজকেরাও।
নিজের ভালোবাসার পরিবারে ফিরতে পেরে খুশি এই অভিনেতাও। তিনি বলেন, ‘পরিবারের সাথে ফিরে আসতে পেরে আমি খুশি। ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা এবং শ্রদ্ধায় আমি বিনীত ও কৃতজ্ঞ।’
সম্প্রতি একটি পডকাস্টে পরেশ রাওয়াল এই বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ‘এখন আর কোনও বিতর্ক নেই। আমি বিশ্বাস করি যে, মানুষ যখন কোনও কিছুকে এত বেশি ভালোবাসে, তখন তাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে। দর্শকরা আপনাকে এত প্রশংসা করেছেন। আপনি জিনিসগুলিকে হালকাভাবে নিতে পারেন না। এটাকে সম্মান করা উচিত। তাই, আমার মতামত ছিল যে, সবাই একসাথে আবার একটি ভালো কাজ করি। অন্য কিছু নয়। এখন সব ঠিক হয়ে গেছে।’
বলা প্রয়োজন, ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজি ২০০০ সালে শুরু হয়েছিল এবং ২০০৬ সালে এর সিক্যুয়েল ‘ফির হেরা ফেরি’ মুক্তি পায়। এই সিনেমায় অভিনয় করেন অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়াল।
উল্লেখ্য, প্রিয়দর্শন পরিচালিত, ‘হেরা ফেরি ৩’-এর কাজ শেষ হবে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে। সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ২০২৭ সালে।
সূত্র: এনডিটিভি