বর্তমানে ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় তার। এর আগে তিনি ছিলেন সংবাদ উপস্থাপক।
এবার অভিনেত্রী তকমার সঙ্গে যোগ হবে আরেক বিশেষণ, সেটি হলো প্রযোজক।
‘বিগ প্রোডাকশন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বুবলী।
বুবলী একটি ভিডিওর মাধ্যমে নিজেই খবরটি জানিয়েছেন। এ বিষয়ে বুবলী বলেন, ‘আমার প্রায় এক দশকের ক্যারিয়ারে অনেক প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি। সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতাও হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই বিগ প্রোডাকশনের ভাবনা এসেছে। এখানে মেধাবী ও অভিজ্ঞ অনেকে যুক্ত হচ্ছেন। অভিনয়ের মতো প্রযোজনাতেও মানসম্পন্ন কাজ করতে চাই।’
বুবলী জানান, ‘আমি সিনেমার মানুষ, তাই অবশ্যই সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে। তবে তার আগে নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও বানিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই।’