অবশেষে ফিরেছেন আফরান নিশো, তাও আবার দাগি হয়ে! প্রায় দুই বছর পর নতুন সিনেমায়, নতুন লুকে তিনি হাজির হলেন দর্শকদের সামনে।
আফরান নিশোকে বলা হয় দেশের ভার্সাটাইল অভিনেতাদের মধ্যে অন্যতম। তার প্রথম সিনেমা রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’। এই সিনেমা মুক্তির পর সবাই অপেক্ষায় ছিলেন নিশোর পরবর্তী সিনেমার জন্য। ভক্তদের সেই আশা পূরণ হতে যাচ্ছে।
ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘দাগি’। ১১ মার্চ বিকেল ৩টা ৩০ মিনিটে মুক্তি পেয়েছে ‘দাগি’ সিনেমার টিজার। আর তাতেই নড়েচড়ে বসেছেন ভক্ত-দর্শকরা।
মোট ১ মিনিট ৭ সেকেন্ডের টিজার, সেখানে আফরান নিশোকে দেখা গেছে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে।
টিজারের শুরুতেই নিশোকে বলতে শোনা যায়, ‘আব্বা আমাকে সব সময় বলতো, নিশান, জীবনের একটা লক্ষ্য খু্ঁজে বের কর।’
এরপর নিশোর কণ্ঠে শোনা যায়, ‘এবার বুঝতে পারতেসি, জীবনের লক্ষ্য। জেলের দাগ একবার যার লাগছে, সেই দাগি। সারাটা জীবন।’
এছাড়াও, টিজারে অভিনেত্রী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমকেও দেখা গেছে এক ঝলক।
টিজার প্রকাশ নিয়ে নির্মাতা বলেন, “দর্শকরা টিজারটি পছন্দ করছেন, এটা আনন্দের। তবে দর্শকদের বলতে চাই, এটা তো মাত্র প্রথম ঝলক। চমকের অনেক কিছুই একে একে আসতে থাকবে। যারা আমার কাজ সম্পর্কে জানেন কিংবা সিনেমাটি নিয়ে যে প্রত্যাশা রাখেন, আশা করছি তার সবই পাবেন ’দাগি’ সিনেমায়।”
‘দাগি’ নিশোর দ্বিতীয় সিনেমা। তিনি অনেকটা সময় নিয়েই স্ক্রিপ্ট নির্বাচন করেছেন। নতুন সিনেমার ঝলক নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি।
বলা প্রয়োজন, ‘দাগি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশারসহ অনেকে।