আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, এরইমধ্যে ঈদের সিনেমা মুক্তির প্রস্তুতি শুরু হয়ে গেছে পুরোদমে। একের পর এক ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমার পোস্টার, চরিত্রের লুক আসছে সামনে। সর্বশেষ যুক্ত হলো অনিক বিশ্বাস পরিচালিত ‘শিরোনাম’ সিনেমার পোস্টার।
২১ মে নির্মাতা নিজেই পোস্টারটি শেয়ার করেছেন। সেটি আবার শেয়ার দিয়েছেন নায়ক নিরব হোসেন। তিনিই যে এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র।
পোস্টারে সবাই অন্য এক নিরবকে আবিষ্কার করেছেন। লম্বা চুল, চোখে কালো সানগ্লাস আর কালো জ্যাকেটের মিশেলে নিরব হয়েছেন এই সিনেমার পারফেক্ট চরিত্র, যার নাম ‘ইব্রাহীম’।
মূলত ইব্রাহিমকেই পরিচয় করিয়ে দিয়েছে ‘শিরোনাম’ টিম।
অনেকে একে দক্ষিণি সিনেমার পোস্টারের লুক বলছেন, কেউ আবার করছেন প্রশংসা। তবে বেশিরভাগই ইতিবাচক মন্তব্য করেছেন পোস্টার দেখে। বিশেষকরে, এই প্রথম এমন লুকে নিরবকে দেখে তার ভক্ত-শুভাকাঙ্খীরা খুশি হয়েছেন।
পোস্টারের নিচে একজন মন্তব্য করেছেন, ‘নিরব ভাইয়ের নতুন লুক একেবারে ধামাকা! পোস্টার দেখেই বোঝা যাচ্ছে “শিরোনাম’ হতে যাচ্ছে এক্সাইটিং কিছু। স্টাইল, লুক, অ্যাটিটিউড সবকিছুতেই ভিন্নতা। নিরব ভাই রীতিমতো চমকে দিলেন!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘অস্থির হয়েছে।’ অন্য আরেকজন মন্তব্য করেছেন, “কি চাই? চেয়ার, পাওয়ার, টাকা, নাকি নাম? ইব্রাহীম চায় ‘শিরোনাম’।”
তবে এই সিনেমা সম্পর্কে এখনই সবকিছু জানাতে চাননি নির্মাতা অনিক বিশ্বাস। বরং একটু টুইস্ট রাখতে চাইছেন তিনি। শুধু এটুকু জানিয়েছেন, দুই-একদিনের মধ্যে সবকিছু জানাবেন। এখন চলছে মুক্তির জন্য জোর প্রস্তুতি।
অনিক বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘এখন আসলে কিছুই বলতে চাইছি না। তবে এটা বলতে পারি, এটা আমাদের গল্প। যে গল্প দর্শক দেখতে চায় পর্দায়। সেই রকম একটা গল্প থেকেই বানানো হয়েছে ‘শিরোনাম’।”
গল্প যাই হোক, নায়ক নিরব যে এই সিনেমার মাধ্যমে নতুন করে নিজেকে চেনাবেন, সেটাই প্রত্যাশা করছেন তার ভক্ত-শুভাকাঙ্খীরা।
উল্লেখ্য, ‘শিরোনাম’ সিনেমার সিনেমাটোগ্রাফি করেছেন সাইফুল শাহীন ও ভারতের ভেঙ্কটেশ গঙ্গাধারী।