এ কোন ‘আলী’!

দূর কানসৈকত থেকে আনন্দের ঢেউ আছড়ে পড়লো মাত্রই। জানা গেলো, ফরাসি উপকূলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলো আদনান আল রাজীবের ছোট সিনেমা ‘আলী’। ছবিটি স্পেশাল মেনশন স্বীকৃতি পেলো। যা এর আগে বাংলাদেশের পক্ষে ঘটেনি।

ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এক অচেনা তরুণ, নাম তার আল আমিন। তারা এখনও কান থেকে ফিরে ঢাকায় নামেননি।

এদিকে এমন আনন্দ ঢেউয়ের রেশ কাটতে না কাটতেই দেশীয় দর্শক-সমালোচকদের সামনে হাজির হলো নতুন এক ‘আলী’। যে ‘আলী’ কানের ‘আলী’র চেয়ে পুরো বিপরীত এক অবয়ব। চোখে ক্রোধ, মুখে ক্ষতচিহ্ণ। দেখতে ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদের মতো।

ঠিক তাই। নিশ্চিত হওয়া গেলো, এবারের ‘আলী’ ইরফান। পোস্টার প্রকাশ করে শুধু চমকেই দেয়নি, নির্মাতা জানিয়ে দিলেন, এই ‘আলী’ থাকছেন ঈদের মিছিলে মশাল হাতে!

২৫ মে প্রকাশ পেয়েছে এই সিনেমায় ইরফানের ফার্স্টলুক। এই অভিনেতা সেটি শেয়ার করেছেন নিজের ফেসবুক দেয়ালে। ক্যাপশনে লিখেছেন, ‘আসছে’।

সেখানে দেখা যায়, এই অভিনেতা রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছেন সামনের দিকে! চোখে তার ভীষণ ক্রোধ! গালে ক্ষতচিহ্ন, মুখ হা করে তিনি যেন কিছু বলতে চান! ফার্স্টলুকে ঠিক এভাবেই ধরা দিয়েছেন ইরফান।  

দর্শকও দারুণ পছন্দ করেছেন এটি। বলা যায়, রীতিমতো প্রশংসায় ভাসছেন এই অভিনেতা। সেখানে একজন মন্তব্য করেছেন, ‘বদ্দা, আগুন লাগায়ে দিলেন তো।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এ কে! চেনাই যাচ্ছে না তো!’ অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘খুব ভালো একটি সিনেমা হতে যাচ্ছে! শুভকামনা।’‘আলী’ সিনেমার পোস্টার

ভক্তদের এমন প্রশংসাভরা মন্তব্যে আপ্লুত ইরফান। ফার্স্টলুকেই এত ভালো সাড়া পাবেন তিনি নিজেই বিশ্বাস করতে পারেননি। এ বিষয়ে ইরফান সাজ্জাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খুব ভালো সাড়া পাচ্ছি। সত্যি কথা বলতে, এত চমৎকার সাড়া পাবো ভাবিনি। সবাই প্রশংসা করছেন, সাহস দিচ্ছেন। খুব ভালো লাগছে।’

যে চরিত্রের লুক এমন, চরিত্রটা না জানি কেমন, এ কৌতূহল থেকেই চরিত্র সম্পর্কে জানতে চাওয়া এই অভিনেতার কাছে।

এ বিষয়ে ইরফান বলেন, ‘এটা এমন একটি চরিত্র যা সবাই করতে চাইবে না। কারণ, এই চরিত্রটি কথা বলতে পারে না! এক কথায়, বাকপ্রতিবন্ধী। সেইসঙ্গে শারীরিক প্রতিবন্ধীও। সবকিছু ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ করে সে। আমাকে এটার জন্য সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হয়েছে। ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। এটা কমার্শিয়াল সিনেমা। তবে আমি বলবো খুব কম অভিনেতাই কমার্শিয়াল সিনেমায় এই ধরণের চরিত্র বেছে নেবেন। আমি চ্যালেঞ্জ নিয়েই কাজটি করেছি।’

দর্শক চাহিদার কথা মাথায় রেখে বর্তমানে নির্মাতা, অভিনেতারা চান, ঈদে মুক্তি পাক তাদের সিনেমা।

বলা প্রয়োজন, এবারের ‘আলী’ সিনেমাটি নির্মাণ করেছেন বিপ্লব হায়দার। অন্যদিকে কান উৎসবের স্বল্পদৈর্ঘ্য ‘আলী’ নির্মাণ করেছেন আদনান আল রাজীব। তাতে অভিনয় করেছেন আল আমিন। মজার বৈপরিত্য এই যে, কানের ‘আলী’ সিনেমার মূল অভিনেতা ছেলে ও মেয়ে উভয় কণ্ঠে দুর্দান্ত গান গেয়ে শোনান গল্পে। বিপরীতে ঢাকার পূর্ণদৈর্ঘ্য ‘আলী’র মূল অভিনেতা ইরফান সাজ্জাদ কথাই বলতে পারেন না!কান উৎসবে ‘আলী’ তথা আল আমিনএটাও বলা প্রয়োজন, ২০১৬ সালে মুক্তি ইরফান সাজ্জাদের প্রথম সিনেমা ‘মন জানে না মনের ঠিকানা’। পরের বছর প্রেক্ষাগৃহে আসে ‘ভালোবাসা এমনই হয়’। তানিয়া আহমেদের পরিচালনায় এ সিনেমাটি দিয়ে আলোচনায় আসেন তিনি। গত বছরের শেষের দিকে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘ভয়াল’। এটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। এছাড়াও, মুক্তির অপেক্ষায় রয়েছে অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’।