একসঙ্গে ৫ মহাদেশে চলবে ‘অন্তর্জাল’

দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ছবি ‘অন্তর্জাল’। নির্মাণ করেছেন ‘ঢাকা অ্যাটাক’ ও ‘অপারেশন সুন্দরবন’ খ্যাত দীপংকর দীপন। অভিনয়ে সময়ের জনপ্রিয় তারকারা। ফলে ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ যে খানিকটা বেশি হবে, তা সহজেই অনুমেয়।

লম্বা সময় ধরে শুটিং ও পোস্ট প্রডাকশন শেষে আগামী কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। কিছুদিন আগেই ঘোষণাটি দিয়েছেন সংশ্লিষ্টরা।

নতুন খবর হলো শুধু বাংলাদেশ নয়, একসঙ্গে পাঁচ মহাদেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ঈদুল আজহায় বাংলাদেশ ছাড়াও কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ আর মধ্যপ্রাচ্যে একসঙ্গে মুক্তি পাচ্ছে এটি।

সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার

আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন চেইন স্বপ্ন স্কেয়ারক্রোর মাধ্যমে আমেরিকা ও কানাডার একাধিক শহরে প্রায় শতাধিক প্রেক্ষাগৃহে সিনেমাটির নিয়মিত প্রদর্শনী হবে বলে জানিয়েছে টিম ‘অন্তর্জাল’।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর ইনান (কিটো ভাই), অমিত সিনহা প্রমুখ।

উল্লেখ্য, ‘অন্তর্জাল’র গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।