মা দিবসে অ্যাম্বার হার্ডের ‘যমজ’ চমক

হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড একজন দক্ষ অভিনেত্রী। তবে ওই যে কথায় আছে না, যে রাঁধে সে চুলও বাঁধে! এই অভিনেত্রীর ক্ষেত্রে কথাটি খুব যায়। কারণ, অভিনয়ের পাশাপাশি তিনি একজন গর্বিত মাও বটে!

সম্প্রতি ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী যমজ সন্তানের জন্ম দিয়েছেন। মা দিবসে তিনি এই সুখবরটি শেয়ার করেছেন।

রবিবার (১১ মে) তিনি ইনস্টাগ্রামে একটি হৃদয়স্পর্শী ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায় তিন জোড়া পা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amber Heard (@amberheard)

পোস্টে তিনি লিখেছেন, ‘বছরের পর বছর ধরে আমি যে পরিবারের স্বপ্ন দেখেছি, তার সমাপ্তি উদযাপন করলাম এ বছর! আমি এতটাই খুশি যে তা শব্দে প্রকাশ করা সম্ভব নয়। আজ আনুষ্ঠানিকভাবে এই খবরটি শেয়ার করছি যে আমি যমজ সন্তানদের স্বাগত জানিয়েছি। আমার মেয়ে অ্যাগনেস এবং আমার ছেলে ওশান আমার হাত এবং আমার হৃদয় পূর্ণ করে তুলেছে।’

তিনি আরও লিখেছেন, ‘সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এবং চিন্তাভাবনা করে তিনি মাতৃত্বকে বেছে নিয়েছেন। তিনি মনে করেন, এর চেয়ে বেশি আনন্দে উদ্বেলিত হওয়ার মতো আর কিছুতে নেই।

অ্যাম্বার লিখেছেন, চার বছর আগে যখন আমার প্রথম কন্যাসন্তান ওনাঘের জন্ম হয়েছিল, তখন আমার পৃথিবী চিরতরে বদলে গিয়েছিল। আমার মনে হয়েছিল এর চেয়ে বেশি আনন্দ আর হতে পারে না। আচ্ছা! এখন আমি তিন গুণ আনন্দে উদ্বেলিত। নিজের সিদ্ধান্তে মা হওয়া আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। আমি চিরকৃতজ্ঞ যে আমি দায়িত্বশীলতা এবং চিন্তাভাবনা করে এই সিদ্ধান্ত নিতে পেরেছি।’

অ্যাম্বার পৃথিবীর সব মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।প্রথম সন্তানের সঙ্গে অ্যাম্বার হার্ডবলা প্রয়োজন, অ্যাম্বার ২০২১ সালের এপ্রিলে প্রথমবারের মতো মা হন। পেজ সিক্স অনুসারে, একটি ইনস্টাগ্রাম আপলোডে সারোগেসির মাধ্যমে মেয়ে ওনাঘের আগমনের কথা প্রকাশ্যে ঘোষণা করার জন্য তিনি দুই মাস অপেক্ষা করেছিলেন। এরপরই তিনি খবরটি সবাইকে জানান।

উল্লেখ্য, হার্ড বর্তমানে কারও সঙ্গে ডেটিং করছেন কিনা তা স্পষ্ট নয়। তবে সম্প্রতি তিনি চলচ্চিত্র নির্মাতা বিয়ানসি বাট্টির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। তিনি ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত অভিনেতা জনি ডেপের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। তাদের বিচ্ছেদের পর, এই জুটি একে অপরের বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগ আনেন এবং হাইপ্রোফাইল মানহানির মামলায় জড়িয়ে পড়েন।

সূত্র: বিবিসি