বছরের শুরুর দিকে জেনিফার লোপেজ বেন অ্যাফ্লেকের সাথে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। সেটির আইনি প্রক্রিয়া এখনও চলমান। তবে এরই মাঝে ক্রিসমাস উপলক্ষে তারা সন্তানদের নিয়ে দারুণ সময় কাটান এবং একে অপরকে উপহার দেন। সম্প্রতি লোপেজ জানিয়েছেন, বিচ্ছেদ থেকে তিনি অনেককিছু শিখেছেন।
লোপেজ জানান, সম্পর্ক ভেঙে যাওয়া থেকে অনেককিছু শিখেছেন তিনি। কী কী শিখেছেন, সে সময়গুলোতে কোন কোন চ্যালেঞ্জ এসেছে এবং তিনি সেটি কীভাবে ওভারকাম করেছেন, কথা বলেছেন সেসব নিয়ে। এমনকি মাতৃকালীন কীভাবে চ্যালেঞ্জ নিয়েছেন, সবকিছু নিয়ে অকপট এই গায়িকা-অভিনেত্রী।
লোপেজ আরও বলেন, ‘একজন নারী হিসেবে সম্পর্ক, নিজের জীবন ও স্বপ্নকে নিয়ে সংগ্রাম করুন। এগুলোই আসলে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
এর আগে রেসলার চ্যাম্পিয়ন অ্যান্থনি রোবেলসের মা জুডি রোবেলসের চরিত্রে অভিনয় করেছিলেন লোপেজ। সেখানে তিনি ব্যক্তিজীবন থেকে অনেক কিছু প্রয়োগ করেছেন , সে কথাও উল্লেখ করেন। এমনকি বেন তার অভিনয়ের প্রসংশা করেছিলেন, সে কথা বলতেও দ্বিধা করননি লোপেজ।
বেন অ্যাক্লেককে বিয়ে করার আগে মার্ক অ্যান্টনির সাথে সংসার করেন লোপেজ। সেখানে তাদের দুই যমজ ম্যাক্স এবং এমি। লোপেজের ভাষ্যমতে, সন্তানরা তাকে খুব পজিটিভ এবং দুর্দান্ত মানুষ হিসেবে জানে।
সূত্র: এনডিটিভি