X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

আবার একসঙ্গে বেন ও লোপেজ!

বিনোদন ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৪, ১৪:২৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:২০

বেন অ্যাফ্লেক এবং জেনিফার লোপেজের জীবনের গল্প সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। তুমুল প্রেম, বাগদানও সম্পন্ন হয়, ঠিক তখন হঠাৎ করেই আসে তাদের বিচ্ছেদের ঘোষণা। এরপর দীর্ঘ সময় গড়িয়েছে, দু’জনেই ভিন্ন সম্পর্কে থিতু হয়েছিলেন। তবে নিয়তি বোধ হয় তাদের পুনর্মিলন চেয়েছিলো। শেষ পর্যন্ত সেটাও হয়। কিন্তু দুই বছর গড়াতেই সম্পর্ক ভাঙে এই দম্পতির।    

জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেকের বিবাহ বিচ্ছেদের ঘোষণা আসে চলতি বছরের শুরুর দিকে। তাদের বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়া এখনও চলমান। সবাই ভেবেছিলো, দু’জনার দু’টি পথ বুঝি এবার সত্যি সত্যি দু’দিকে গেছে বেঁকে।

কিন্তু না, সবাইকে অবাক করে দিয়ে তারা আবার একসাথে! শুধু তাই নয়, দারুণ ছুটির আনন্দ উপভোগ করছেন বেন-লোপেজ! জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক কয়েকদিন আগেই বেন অ্যাফ্লেক তার প্রাক্তন স্ত্রী জেনিফার গার্নারের সাথে বাচ্চাদের নিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন। গার্নারের সাথে কাটিয়েছেন থ্যাঙ্কসগিভিং। সবাই ভেবেই নিয়েছিলো, আর বোধ হয় লোপেজের সাথে দেখা যাবে না বেনের। অথচ, ২২ ডিসেম্বর হঠাৎ করেই সোহো হাউজে পপস্টারের সাথে ক্রিসমাস উপহার বিনিময় করতে দেখা যায় তাকে। একসঙ্গে তাদের এমন আনন্দ উদযাপন দেখে খবর চাউর হয়েছিলো, আলাদা হয়েও তারা আসলে একে অপরের জীবনের সাথে জড়িয়ে আছেন! তাহলে কি সব ব্যক্তিগত মতপার্থক্যকে একপাশে সরিয়ে রেখে তারা আবার এক হচ্ছেন?   

আসলে ঘটনাটি মোটেও এমন নয়। মূলত জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক ক্রিসমাস উপহার বিনিময়ের জন্য এদিন এক হয়েছিলেন। জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক ডেইলি মেইল তাদের একাসাথে সময় কাটানোর কিছু ছবি সামনে এনেছে। সেখানে দেখা যায়, লোপেজ এবং বেন তাদের পরিবারের সবাইকে নিয়ে লস অ্যাঞ্জেলসে ছুটির দিনগুলো উপভোগ করছেন।

২০২১ সালে শেষবার এই দম্পতিকে এমনভাবে পরিবারের সাথে সময় কাটাতে দেখা গিয়েছিলো। একটি বিশাল পারিবারিক আয়োজনে তারা একসাথে হয়েছিলেন। সেখানে ছিলেন বেনের প্রাক্তন স্ত্রী জেনিফার গার্নারও। এমনকি বেন-গার্নারের ৩ সন্তান (ভায়োলেট, সেরাফিনা ও স্যামুয়েল) উপস্থিত ছিলেন। লোপেজের সাথে ছিলো তার আগের পক্ষের ২ যমজ সন্তান (ম্যাক্স ও এমমে)। লোপেজের প্রাক্তন স্বামী মার্ক অ্যান্থনিও সেদিন উপস্থিত ছিলেন। জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক ডেইলি মেইল শে​য়ার করেছে, ২২ ডিসেম্বর জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক একসাথে লাঞ্চ করেছেন এবং বাচ্চাদের সাথে দারুণ সময় কাটিয়েছেন।

লোপেজ এবং বেন দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র ‘পেজ সিক্স’কে জানিয়েছে, ২ বছরের একটি চমৎকার রোম্যান্টিক সম্পর্ক ভাঙার পরও তারা একে অপরের জীবনে বন্ধু হয়েই থাকবেন, একে অপরের সাহায্যে এগিয়ে আসবেন। জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক উল্লেখ্য, ২০২২ সালে জর্জিয়াতে বেন ও লোপেজ বিবাহবন্ধনে আবদ্ধ হন। ৫৫ বছর বয়সী গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ চলতি বছরের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন। 

সূত্র: হিন্দুস্তান টাইমস 

/সিবি/এমএম/
সম্পর্কিত
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
তিনি এখন হলিউডের শীর্ষ কাঙ্ক্ষিত ব্যাচেলর!
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!
বিবাহ বিচ্ছেদে যে শিক্ষা পেলেন লোপেজ
বিবাহ বিচ্ছেদে যে শিক্ষা পেলেন লোপেজ
সুদর্শন সহকর্মীদের দিকে ঝুঁকছেন লোপেজ!
সুদর্শন সহকর্মীদের দিকে ঝুঁকছেন লোপেজ!
বিনোদন বিভাগের সর্বশেষ
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
 ‘হেরাফেরি’তে ফিরছেন পরেশ রাওয়াল
 ‘হেরাফেরি’তে ফিরছেন পরেশ রাওয়াল