গত বছরের মাঝামাঝি সময়ে দীর্ঘদিনের প্রেমিক মাইকেল পোলানস্কির সঙ্গে বাগদান সারেন মার্কিন পপতারকা লেডি গাগা। সুযোগ পেলেই মাইকেলের সুনাম করেন লেডি। আবারও নিজের বাগদত্তার প্রশংসায় পঞ্চমুখ এই সংগীতশিল্পী।
সম্প্রতি পিপল রিপোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মাইকেলের সঙ্গে দেখা হওয়ার পর, আমার আর যাদের সঙ্গে দেখা হয়েছে, তাদের মধ্যে মাইকেল সবচেয়ে দয়ালু ও ভালো মনের মানুষ।’
তিনি এরপর বলেন, ‘আমি জানতাম মাইকেল খাঁটি একজন মানুষ। কারণ তিনি আমার বন্ধু হতে চেয়েছিলেন। তিনি আমার সঙ্গে পথ চলতে চেয়েছিলেন। অন্যরা যা করতে চেয়েছিলো তিনি সেগুলি করতে চাননি। আমি জানি, মাইকেল আমার প্রকৃত বন্ধু।’
এমনকি মাইকেলের মত একজন বন্ধু পেয়ে তিনি খুশি, এ কথাও জানান এই পপ তারকা।
উল্লেখ্য, ২০২০ সালে লেডি গাগা এবং মাইকেল পোলানস্কির সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে।
সূত্র: পিপল ম্যাগাজিন