বুকে মাথা রেখে স্বপ্ন গেঁথে যে জন চলে যায় দূরের দেশে, সে হিসেব মেলা ভার, এই বিষাদ ভুলে থাকা যায় না- বেদনার এই স্বরলিপি কাব্যকথায় বুনেছেন এস কে বিপুল সরকার।
তার নিজের লেখা, সুর ও কণ্ঠে ‘ভুলিবো কেমনে’ শিরোনামের গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
গানটির সঙ্গীতায়োজন করেছেন এস পুলক, তরিক আল ইসলাম ও আমজাদ হোসেন। আর ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ।
নিজের এই গান নিয়ে বিপুল সরকার বলেন, ‘প্রতিটি মানুষই তার নিজের ভেতরে থাকা প্রতিভা নিয়ে স্বপ্ন দেখে। আমিও দেখেছিলাম। আমার সেই স্বপ্ন বাস্তবতায় রূপ দিচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন। শুধু আমি না অনেক তরুণের স্বপ্ন পুরণে কাজ করছে প্রতিষ্ঠানটি। অনেক যত্ন নিয়ে আমার এই গানটি আমি করেছি। এই গানটি শ্রোতাদের ভালো লাগবে আমার বিশ্বাস।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায় ১৫ মে, বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘ভুলিবো কেমনে’ গানটির ভিডিও। এর পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।