অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বাসভবনে। বৃহস্পতিবার (২২ মে) সকালে তার বনানীর বাড়িতে এ ঘটনা ঘটে।
বাপ্পা মজুমদার জানিয়েছেন, তিনি চারতলায় থাকেন। আগুন লেগেছিল তিনতলায়। তবে স্ত্রী তানিয়া হোসাইন ও দুই কন্যাসন্তান নিয়ে বাসা থেকে নিরাপদে বের হয়েছেন তারা।
প্রকৃত ঘটনা জানিয়ে বাপ্পা মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোর সাড়ে পাঁচটার দিকে আগুনের ঘটনা ঘটে। ভাগ্য ভালো, আমরা (বাপ্পা ও তানিয়া) তখন গল্প করছিলাম। আমরা ৪ তলায় থাকি। আগুনের ঘটনা ঘটে আমাদের ঠিক নিচের ফ্লোরে, তিন তলায়। ধোঁয়া আমাদের ফ্লোর পর্যন্ত উঠে আসে। ইন্টারকমে ফোন করে জানতে পারি আগুন লেগেছে। এরপর আমরা দুই বাচ্চাকে নিয়ে দ্রুত বেরিয়ে পড়ি। ভয়ংকর এক অভিজ্ঞতা হলো। বিশেষ করে দুটো ঘুমের বাচ্চা নিয়ে আমরা খুব মানসিক চাপে পড়ে গিয়েছিলাম।’
এর আগে তিনি আগুনের খবর জানিয়ে একটি ফেসবুক পোস্ট দেন। সেখানে লিখেন, ‘আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি। আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ, তারা দ্রুত পদক্ষেপ না নিলে কী যে হয়ে যেত, ভাবতেই শিউরে উঠছি! একটি বিভীষিকাময় অভিজ্ঞতা হলো, এখনও ভাবতে কষ্ট হচ্ছে।’
এদিকে বাপ্পা বাংলা ট্রিবিউনকে আরও জানান, এই আগুনের ঘটনা নিয়ে অনেকেই ফেসবুকে রাজনৈতিক বিভ্রান্তি ছড়াচ্ছে, যা মোটেও ঠিক নয়।