ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে তৌসিফ মাহবুব ও আইশা খান জুটির ‘ব্যথার বাগান’। মুক্তির পর অন্তর্জালে প্রশংসা কুড়াচ্ছে নাটকটি। মূলত ভালোবাসা ও বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি।
এরইমধ্যে নাটকটি দেখেছে প্রায় ২০ লাখেরও বেশি দর্শক। মন্তব্য জমা পড়েছে আটশোরও বেশি। কেউ কেউ নাটকটিকে অসাধারণ বলেও মন্তব্য করেছেন।
মন্তব্যে একজন লিখেছেন, ‘সুন্দর কিছু কাহিনি আমাদের বাস্তব জীবনের সাথে মিলে যায়। অসম্ভব ভালো লেগেছে।’
দর্শকের সাড়া প্রসঙ্গে নাটকটির পরিচালক ইফফাত জাহান মম বলেন, ‘এখন পর্যন্ত অসম্ভব ভালো সাড়া পাচ্ছি। দর্শকরা নাটকটি বেশ পছন্দ করেছেন। বিশ লাখেরও বেশি দর্শক ইতিমধ্যে নাটকটি দেখেছেন।’
নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আইশা খান বলেন, ‘ভালোবাসা দিবসে যেসব কাজগুলো অনেক ভালো সাড়া ফেলেছে সে অনুযায়ী অপেক্ষাকৃত একটু কম, তবে ভালো রেসপন্স পাচ্ছি। এটা তো স্লো বার্নিং প্রেমের গল্প, সেজন্য দর্শকও আস্তে আস্তেই টানছে। আমার মনে হয় ভালোবাসা দিবসে দর্শকেরা বিরহ পেতে চান না। তবে যা মন্তব্য পেয়েছি তা বেশ ইতিবাচক।’
উল্লেখ্য, নাটকটি দেখা যাচ্ছে কে এস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।