সামনেই কোরবানির ঈদ। ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রীরা এখন ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও চট্টগ্রামে সিএমভি’র ব্যানারে ঈদের নাটক ‘মন মঞ্জিলে’র শুটিং করছিলেন। কিন্তু ১১ মে শুটিং চলাকালীন আহত হন তিনি।
আহত হওয়ার পর দ্রুত এই অভিনেত্রীকে সেখানকার ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে গতকাল রাতেই তিনি হোটেলে ফেরেন।
তবে শারীরিক দুর্বলতা এখনও কাটেনি বলে গণমাধ্যমকে জানিয়েছেন তটিনী। আগের চেয়ে কিছুটা ভালো অবস্থায় থাকলেও এখনও শুটিং করার মতো অবস্থায় নেই বলে জানান এই অভিনেত্রী।
তানজিম সাইয়ারা তটিনী গণমাধ্যমকে বলেন, ‘এখন আল্লাহর রহমতে কিছুটা ভালো আছি। তবে এখনও সুস্থ অনুভব করছি না, খুবই অসুস্থ লাগছে। শরীরটা ভালো লাগছে না। দুয়েক দিন একটু কষ্ট হবে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবো, ইনশাআল্লাহ।’
বলা প্রয়োজন, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে শুটিং করার সময় রবিবার (১১ মে) অসাবধানতাবশত শুটিং ইউনিটের একটি ভারী লাইটস্ট্যান্ড তটিনীর মাথার ওপর পড়ে। এতে মাথায় গুরুতর চোট পান তটিনী ।
সিএমভি’র প্রযোজনায় নাটকটি নির্মাণ করছেন হাসিব হোসাইন রাখি।