প্রকাশ পেল ‘ব্যাচেলর পয়েন্ট-৫’-এর ফার্স্টলুক

আবারও শুরু হতে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন। এরইমধ্যে শুরু হয়েছে ধারাবাহিকটির ৫ম সিজনের শুটিং।

১৪ মে (বুধবার) প্রকাশ হলো এই সিজনের ফাস্টলুক এবং পোস্টার।  

বরাবরের মতো এবারও থাকছেন শিমুল, পলাশ ওরফে কাবিলা, মারজুক রাসেল ওরফে পাশা ভাই, চাষী আলম ওরফে হাবু ভাইকে দেখা গেল। তবে এদের সঙ্গে এবার রয়েছে একজন ভূতও! যদিও এই ভূত রহস্য জানতে সবাইকে অপেক্ষা করতে হবে।

দর্শক সবসময় এই জনপ্রিয় ধারাবাহিকের জন্য অপেক্ষা করে থাকেন। অথচ এত লম্বা সময় পর কেন সিজন-৫ শুরু হতে যাচ্ছে, এই প্রশ্নের নির্মাতা কাজল  আরেফিন অমি গণমাধ্যমকে বলেন,  “দেখেন, আমি একটা সিজন শেষ করার পর সাথে সাথেই  চাইলে নতুন সিজন শুরু করতে পারি। কিন্তু তাতে কোনো বৈচিত্র্যতা থাকবে না। প্রতিটি সিজনে আমি নতুন স্বাদ দেওয়ার চেষ্টা করি দর্শকদের। এ জন্য পড়াশোনা, ভাবনা ও বিশ্লেষণ করি। ‘সিজন-৫’ করার জন্য আমার এই সময়টুকু  লেগেছে, যদিও এর মাঝে অন্যান্য কাজও আমি করেছি।”‘ব্যাচেলর পয়েন্ট-৫’-এর পোস্টারনির্মাতা এও জানিয়েছেন যে, এরই মধ্যে প্রডাকশন হাউস বুব ফিল্মসের ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। যেখানে ‘ব্যাচেলর পয়েন্ট’সংক্রান্ত সব কিছুই পাওয়া যাবে।

বলা প্রয়োজন, সিরিজটি প্রথম প্রচার হয়েছিল ২০১৮ সালে। একঝাঁক ব্যাচেলর চরিত্র নিয়ে গড়ে ওঠা এই ধারাবাহিক খুব অল্প সময়েই দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা অর্জন করে। বিশেষ করে নাটকের কাবিলা, পাশা, হাবু, শুভ, রিয়া, নাবিলা, শিমুল, সিরিন, বোরহান, জাকির ও অন্তরার মতো চরিত্রগুলো হয়ে উঠেছিল দর্শকদের নিকটস্থ। অশ্লীল সংলাপের অভিযোগে সমালোচনাও কম ছিলো না।

২০২২ সালের ২৪ ডিসেম্বর প্রচার হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪। এরপর থেকেই দর্শকরা সিজন ৫–এর অপেক্ষায় ছিলেন দর্শকরা। মাঝে একাধিকবার গুঞ্জন উঠলেও, এবার নির্মাতা অমি নিজেই নিশ্চিত করেছেন, শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দর্শকদের সুখবর দেবেন তিনি।

উল্লেখ্য, এই ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারি, পারসা ইভানা, আশুতোষ সুজন, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, পাভেল, শিমুল প্রমুখ।